মির্জা ফখরুলের গাড়িবহরে হামলা লাকসামে

বিশেষ প্রতিবেদক, এবিসিনিউজবিডি, ঢাকা (১৫ জুলাই ২০২৩) : কুমিল্লার লাকসাম উপজেলায় বিএনপি নেতা-কর্মীদের গাড়িবহরে হামলা হয়েছে। হামলার শিকার নেতা-কর্মীরা সবাই নোয়াখালীতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পদযাত্রায় অংশ নিতে যাচ্ছিলেন। আওয়ামী লীগের সহযোগী কয়েকটি সংগঠনের নেতা-কর্মীরা এই হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছে বিএনপি। হামলায় বিএনপির অর্ধশতাধিক নেতা-কর্মী আহত হয়েছেন। ভাঙচুর করা হয়েছে কয়েকটি মাইক্রোবাস।
গতকাল শুক্রবার (১৪ জুলাই) দুপুরে লাকসাম জংশন বাসস্ট্যান্ড ও বাইপাস এলাকায় এ হামলার ঘটনা ঘটে।

বিএনপির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া এবিসিনিউজবিডিকে বলেন, গতকাল বিকেলে নোয়াখালীতে বিএনপির মহাসচিবের পদযাত্রার কর্মসূচি ছিল। তিনি ফেনী হয়ে নোয়াখালী যান। কর্মসূচিতে অংশ নিতে কুমিল্লা উত্তর জেলা ও মুরাদনগর উপজেলা বিএনপির নেতা-কর্মীরা ২০টি মাইক্রোবাসে করে লাকসাম হয়ে নোয়াখালী যাচ্ছিলেন। বেলা একটার দিকে তাঁরা লাকসাম জংশন বাসস্ট্যান্ড ও বাইপাস এলাকায় পৌঁছালে আওয়ামী লীগের অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা তাঁদের মাইক্রোবাসে হামলা করেন। তাঁরা ২০টি গাড়িতে ভাঙচুর করেন এবং নেতা-কর্মীদের পিটিয়ে ও কুপিয়ে জখম করেন। এতে অর্ধশতাধিক নেতা-কর্মী আহত হন। এর মধ্যে ১০ জনের অবস্থা আশঙ্কাজনক। তাঁদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

লাকসাম পৌরসভার মেয়র ও কুমিল্লা দক্ষিণ জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মো. আবুল খায়ের, লাকসাম উপজেলার গোবিন্দপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও কুমিল্লা দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি নিজাম উদ্দিন ও কান্দিরপাড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান স্থানীয় যুবলীগ নেতা ওমর ফারুকের নেতৃত্বে যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা ওই হামলা করেছে বলে অভিযোগ করেছে বিএনপি। এই নেতারা সবাই স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলামের অনুসারী হিসেবে পরিচিত।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ