যুক্তরাষ্ট্র সুষ্ঠু নির্বাচনের কথা বলেছে, অংশগ্রহণমূলক নয় : কাদের
সিনিয়র প্রতিবেদক, এবিসিনিউজবিডি, ঢাকা (১৫ জুলাই ২০২৩) : যুক্তরাষ্ট্র সুষ্ঠু নির্বাচনের কথা বললেও অংশগ্রহণমূলক নির্বাচনের কথা বলেনি বলে দাবি করেছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
গতকাল শুক্রবার (১৪ জুলাই) বিকেলে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে দলের সহযোগী সংগঠনগুলোর সভাপতি ও সাধারণ সম্পাদকদের নিয়ে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এ দাবি করেন।
মতবিনিময় সভায় ওবায়দুল কাদের বলেন, আমেরিকানরা এসে চলে গেল। তারা মূলত একটি সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনের কথা বলতে চেয়েছে। বন্ধুদেশ হিসেবে এ রকম নির্বাচন তাদের কাম্য। এখানে কাউকে ধমক দিয়ে বা ভিসা নীতি আসবে, নিষেধাজ্ঞা আসবে, এটা না করলে ওইটা হবে, এ ধরনের উক্তি তারা করেনি। তারা সুষ্ঠু নির্বাচনের কথা বলেছে। অংশগ্রহণমূলক নির্বাচনের কথা বলেনি।
সভায় বিদেশি প্রতিনিধিদের সফর সম্পর্কে ওবায়দুল কাদের বলেন, ‘এখানে বিদেশিরা এসেছেন নির্বাচন সম্পর্কে জানতে, পরিবেশ দেখতে। সবাই যে শুধু নির্বাচনের জন্য আসছেন, সেটা কিন্তু না। আমেরিকানরা প্রথমে এসে রোহিঙ্গা ক্যাম্পে গেছেন। তাঁরা কোনো রাজনৈতিক দলের সঙ্গে কথা বলেননি। তাঁরা সরকারের বিভিন্ন মন্ত্রণালয়, বিশেষত প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করেছেন। তাঁরা আসার আগে বিএনপি তাদের অপপ্রচারের মাধ্যমে যে আশঙ্কা, ধারণাটা সৃষ্টি করতে চেয়েছিল, সেটা হচ্ছে এবার আর সরকারের উপায় নাই। নিষেধাজ্ঞা নির্ঘাত আসছে।’
ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরা সরকারকে বিপদে ফেলবে—বিএনপি এমনটা মনে করেছিল বলে দাবি করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের কাদের। তিনি বলেন, ‘নিষেধাজ্ঞা নিয়ে আসবে। হয়তো সরকারকে বলে দেবে, এই ভাবে নির্বাচন করো। পার্লামেন্ট বিলুপ্ত হয়ে যাবে। তত্ত্বাবধায়ক এসে যাবে। আবার প্রধানমন্ত্রীকে পদত্যাগ করতে হবে। এসব কিছু ধারণা, আশঙ্কা তারা (বিএনপি) তৈরি করেছিল।’
ওবায়দুল কাদের বলেন, শেষ পর্যন্ত কী হলো? তাঁরা (যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরা) মূলত একটি সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনের কথা বলেছেন। অংশগ্রহণমূলক নির্বাচনের কোনো কিছুই তাঁরা বলেননি। অবাধ, শান্তিপূর্ণ নির্বাচন ছিল তাঁদের বক্তব্যের মূল কথা, মূল আলোকপাত।
বিএনপির চেষ্টা ব্যর্থ হয়েছে দাবি করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বিএনপি মিথ্যা তথ্য উপস্থাপনের মাধ্যমে বিদেশি প্রতিনিধিদের বিভ্রান্ত করতে তাদের কাছ থেকে যে পক্ষপাতমূলক সমর্থন চেয়েছিল, সেটা ব্যর্থ হয়েছে।