এ রায়ে জাতীর প্রত্যাশা পূরণ হয়েছে

Shafiqlawসিনিয়র রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ মানবতা বিরোধী অপরাধে দন্ডিত কাদের মোল্লার বিচারের রায়ে সন্তষ্টি প্রকাশ করে আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী ব্যারিষ্টার শফিক আহমেদ বলেছেন, এ রায়ে জাতীর প্রত্যাশা পূরণ হয়েছে। দেশের মানুষ ন্যায় বিচার পেয়েছে।
মঙ্গলবার দুপুরে সচিবালয়ে আইন মন্ত্রনালয়ের নিজ কক্ষে মানবতা বিরোধী অপরাধের বিচারের রায়ের প্রতিক্রিয়া জানাতে গিয়ে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। আইন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম এ সময় উপস্থিত ছিলেন।
আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী বলেন, এ রায়ের পর আর আপিল করারর কোন সুযোগ নেই। শুধু একটাই পথ আছে, রাষ্ট্রপতির কাছে দোষ স্বীকার করে ক্ষমা চাইতে পারেন।
বিচার বিভাগ স্বচ্ছতা ও নিরপেক্ষতা বজায় রেখে কাদের মোল্লার রায় দিয়েছে উল্লেখ করে আইনমন্ত্রী আরো বলেন, এ রায়ের মাধ্যমে আমরা ‘কালচার অব ইমপিউনিটি’ থেকে বের হতে পারলাম। এর মাধ্যমে আইনের শাসনের পথ আরো সুগম হলো।
কতদিনের মধ্যে এরায় কার্যকর করা সম্ভব হবে এমন প্রশ্নে ব্যারিষ্টার শফিক বলেন, এ নিয়ে কোনো দিনক্ষণ বলা যায় না। তবে দন্ডিতব্যাক্তি যাতে কোনো সময় ক্ষেপণ করতে না পারে সে বিষয়ে আইনের বিধান রয়েছে।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ