‘চুমু–কান্ডে’ সাময়িক নিষিদ্ধ স্পেনের ফুটবল–প্রধান

স্পোর্টস ডেস্ক, ঢাকা (২৬ আগষ্ট ২০২৩) : স্পেন ফুটবল ফেডারেশনের (আরএফইএফ) সভাপতি লুইস রুবিয়ালেসকে সাময়িকভাবে বরখাস্ত করেছে ফিফা। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত জাতীয় বা আন্তর্জাতিক পর্যায়ে ফুটবলের কোনো কার্যক্রমে তিনি অংশ নিতে পারবেন না।

২৬ আগস্ট বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থার এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

ফিফা ডিসিপ্লিনারি কমিটির চেয়ারম্যান জর্জ ইভান প্যালাসিও তাঁর ক্ষমতাবলে রুবিয়ালেসকে সাময়িক নিষোধাজ্ঞা দিয়েছেন জানিয়ে বিবৃতিতে বলা হয়, ‘আজ থেকে কার্যকর হওয়া নিষেধাজ্ঞা লুইস রুবিয়ালেসের বিরুদ্ধে ২৪ আগস্ট চালু হওয়া শাস্তিমূলক কার্যক্রম শুরু সাপেক্ষে প্রাথমিকভাবে ৯০ দিন বহাল থাকবে।’

রুবিয়ালেসের বিরুদ্ধে ফিফা শাস্তিমূলক কার্যক্রম শুরুর ঘোষণা দেওয়ার পর শুক্রবার বিশেষ সভা ডাকে স্পেনের ফুটবল ফেডারেশন। অনেকেই ধারণা করেছিলেন, সেখানে পদত্যাগ করবেন রুবিয়ালেস। কিন্তু সভায় রুবিয়ালেস জানিয়ে দেন, তিনি কিছুতেই পদত্যাগ করবেন না। এর জেরে স্পেনের নারী বিশ্বকাপজয়ী ২৩ জনসহ ৭৯ খেলোয়াড় ধর্মঘটের ডাক দিয়ে জানান, ‘নেতৃত্ব’ পরিবর্তিত না হওয়া পর্যন্ত তাঁরা স্পেনের হয়ে খেলবেন না।

পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে, যখন স্পেন ফুটবল ফেডারেশন ভুক্তভোগী হেনি হেরমোসোর বক্তব্য মিথ্যা দাবি করে আইনি ব্যবস্থার হুমকি দেয়। আজ স্পেন ফুটবল ফেডারেশনের এক বিবৃতিতে বলা হয়, ‘ওই খেলোয়াড়ের নামে ছড়ানো বা ওই খেলোয়াড়ের বলা প্রতিটি মিথ্যা কথা প্রমাণ করব আমরা। আমাদের সভাপতির সম্মান রক্ষার্থে যত ধরনের আইনি ব্যবস্থা নেওয়ার প্রয়োজন হয়, নেওয়া হবে।’ এ বক্তব্য সমর্থন করেন আরএফইএফের সভাপতি লুইস রুবিয়ালেসও।

ঘটনার শুরু ২০ আগস্ট, অস্ট্রেলিয়ার সিডনিতে। সেদিন ইংল্যান্ডকে ১-০ গোলে হারিয়ে ফিফা নারী বিশ্বকাপের শিরোপা জেতে স্পেন। এরপর পুরস্কার মঞ্চে স্পেনের মিডফিল্ডার হেরমোসো পদক নেওয়ার সময় দেশটির ফুটবল ফেডারেশনের প্রধান রুবিয়ালেসের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে গেলে তিনি তাঁর ঠোটে চুমু দেন। সেই মুহূর্তের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। সমালোচনা হয় সংবাদমাধ্যমসহ বিভিন্ন মহলে।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ