হার দিয়ে এশিয়া কাপ শুরু বাংলাদেশের
স্পোর্টস ডেস্ক, এবিসিনিউজবিডি, ঢাকা (৩১আগস্ট ২০২৩) : এশিয়া কাপের শুরুতেই হারের তিক্ত স্বাদ পেলো বাংলাদেশ। ‘বি’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশকে ৫ উইকেটে হারিয়ে জয় তুলে নিয়েছে শ্রীলঙ্কা।
মাত্র ১৫ রানে ২ উইকেট হারিয়ে বিপদে পরলেও সামারাবিক্রমা ও আসালাঙ্কার জুটিতে এগিয়ে যায় শ্রীলঙ্কা। ৫৯ বলে ফিফটি করেন সামারাবিক্রমা। ৫৪ রানে মেহেদী ফেরান তাকে।
এর আগে টসে জিতে ব্যাট করতে নেমে ১৬৪ রানে অলআউট হয়ে যায় বাংলাদেশ। বাংলাদেশের হয়ে ৮৯ রানের ইনিংস খেলেন নাজমুল হোসেন শান্ত। শান্ত ছাড়া ব্যাটিংয়ে বাকি সবাই আশাহত করে বাংলাদেশকে।
সংক্ষিপ্ত স্কোর
শ্রীলঙ্কা: ৩৯ ওভারে ১৬৫/৫, লক্ষ্য ১৬৫ (দাসুন শানাকা ১৪*, চারিথ আসালাঙ্কা ৬২*; ধনাঞ্জয়া ডি সিলভা ২, সাদিরা সামারাবিক্রমা ৫৪, কুশল মেন্ডিস ৫, পাথুম নিসাঙ্কা ১৪, দিমুথ করুনারতেœ ১)
বাংলাদেশ: ৪২.৪ ওভারে ১৬৪/১০ (শরিফুল ২*; মোস্তাফিজুুর ০, তাসকিন ০, শান্ত ৮৯, শেখ মেহেদী ৬, মিরাজ ৫, মুশফিক ১৩, হৃদয় ২০, সাকিব ৫, নাঈম ১৬, তানজিদ তামিম ০)