যাত্রা শুরু উড়াল সড়কের

আশিক মাহমুদ, বিশেষ প্রতিবেদক, এবিসিনিউজবিডি, ঢাকা (২ সেপ্টেম্বর ২০২৩) : রাজধানী ঢাকা। অনেক বলেন যানজটের শহর। নগরবাসীর দীর্ঘদিনের এই ভোগান্তি দূর করতে উদ্যোগী হয় সরকার। যোগাযোগ ব্যবস্থার পরিবর্তনে বেশ কিছু প্রকল্প নেওয়া হয় গত ১৫ বছরে। এর অংশ হিসেবে রাজধানীতে চালু হয়েছে একাধিক ফ্লাইওভার, ওভারপাস, দেশের প্রথম মেট্রোরেল। এবার যাত্রা শুরু করছে দেশের প্রথম এলিভেটেড এক্সপ্রেসওয়ে। আশা করা হচ্ছে, নগর যোগাযোগ ব্যবস্থায় এটি দীর্ঘদিনের দুর্ভোগ লাঘব করবে, স্বপ্ন পূরণ হবে দুর্ভোগহীন রাজপথের।

গত বছরের ২৮ ডিসেম্বর বহুল প্রতীক্ষিত মেট্রোরেলের উত্তরা থেকে আগারগাঁও অংশ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরদিন ২৯ ডিসেম্বর থেকে মেট্রোরেলের দরজা সাধারণ মানুষের জন্য খুলে দেওয়া হয়। এর ফলে উত্তরা থেকে আগারগাঁও আসা যাচ্ছে ১০ থেকে ১৫ মিনিটে। যেখানে এই পথে আসতে আগে কখনও ঘণ্টার পর ঘণ্টা যানজটের ভোগান্তি পোহাতে হতো।

উদ্বোধনের আগে গতকাল (১ সেপ্টেম্বর) সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, অল্প একটু পথ, উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত দুই ঘণ্টার রাস্তা এখন মেট্রোরেলে ১০ মিনিট লাগে। এর সুফল মানুষ এখন পেতে শুরু করেছে। মেট্রোরেলের মতিঝিল পর্যন্ত প্রথম ট্রায়াল আমি উদ্বোধন করেছি। মতিঝিল পর্যন্ত মেট্রোরেলের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মেট্রেরেল মতিঝিল পর্যন্ত গেলে এর সুফলটা আরও বেশি পাওয়া যাবে। মেট্রোরেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ের এই অংশ উদ্বোধন করার পর এর সুফল নিশ্চয়ই পাওয়া যাবে।

উত্তরা থেকে আগারগাঁওয়ে রুটে যাতায়াত করা মানুষের ভোগান্তি দূর করায় এবং সময় সাশ্রয়ে অভূতপূর্ব ভূমিকা রাখছে মেট্রোরেল। ফলে স্বস্তির এই দৃষ্টান্ত সামনে থাকায় ঢাকা এলিভেটেড এসপ্রেসওয়ে যানজটের ভোগান্তি থেকে মুক্তি আর সময় বাঁচানোর স্বপ্ন দেখছে ঢাকাবাসী। বিমানবন্দরের কাওলা থেকে ফার্মগেট যাতায়াত করা মানুষের সেই স্বপ্ন আজ সত্যি হতে চলেছে। এই পথে মাত্র ১০ থেকে ১৫ মিনিটে গন্তব্যে পৌঁছানো যাবে, যেখানে কখনও ঘণ্টার পর ঘণ্টা আটকে থাকতে হতো রাস্তায়।

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাওলা থেকে ফার্মগেট পর্যন্ত শনিবার (২ সেপ্টেম্বর) বিকালে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সরকারের এই সাফল্য উদযাপন করতে রাজধানীর পুরাতন বাণিজ্য মেলার মাঠে উদ্বোধনী সুধী সমাবেশ করছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। শুক্রবার (১ সেপ্টম্বর) সমাবেশস্থল পরিদর্শনে গিয়ে দলটির সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, উড়াল সড়কে কাওলা-ফার্মগেট পর্যন্ত ১২ কিলোমিটার যাতায়াত করা যাবে মাত্র ১০ থেকে ১১ মিনিটে।

ঢাকাবাসীকে একই ধরনের সুখবর দিয়েছেন ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের পরিচালক এএইচএম সাখাওয়াত আখতার। তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, কাওলা থেকে ফার্মগেট অংশটি চালু হলে ১১ কিলোমিটার যেতে বা আসতে সময় লাগবে মাত্র ১২ থেকে ১৫ মিনিট। এই সড়ক ব্যবহারে নগরবাসীর যাতায়াতের সময় বাঁচবে, যানজটের ভোগান্তি কমবে, আসবে স্বস্তি।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ