স্বরাষ্ট্রমন্ত্রী ও আইনমন্ত্রীর সঙ্গে মর্কিন প্রতিনিধিদলের বৈঠক

বিশেষ প্রতিবেদক, এবিসিনিউজবিডি, ঢাকা (১১ অক্টোবর ২০২৩) : বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পূর্ব পরি¯ি’তি যাচাইয়ে সফররত যুক্তরাষ্ট্রের প্রাক নির্বাচনী পর্যবেক্ষক প্রতিনিধিদলের সদস্যরা ঢাকায় সচিবালয়ে বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও আইনমন্ত্রী আনিসুল হকের সঙ্গে বৈঠক করেছেন।

গতকাল বুধবার দুপুরে সচিবালয়ে আইন মন্ত্রণালয় ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিবসহ উর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপ¯ি’ত ছিলেন। বৈঠক শেষে দুই মন্ত্রী বৈঠকের বিষয় নিয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বললেও কোন কথা বলেননি প্রতিনিধিদলের সদস্যরা।

বৈঠকের বিষয়ে দুপুরে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেন, ‘মার্কিন দল তার কাছে কিছু বিষয় জানতে চেয়েছে যে- সরকার ঠিক মতো নির্বাচন করতে পারবে কিনা ও সেই সক্ষমতা আছে কিনা। আর বিরোধী দল নির্বাচনে আসলে ঠিকমতো প্রচারের সুযোগ পাবে কিনা।’

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘তারা জানতে চেয়েছে প্রার্থীরা নিরাপত্তাহীন বোধ করলে কিংবা কোন দল যদি মনে করে নির্বাচন বাধাগ্রস্ত হবে তখন সরকার কি করবে? জবাবে আমরা বলেছি নির্বাচনকে কেন্দ্র করে সহিংসতা আগে হতো, এখন আর এগুলো হয়না। আর আমাদের বাহিনীগুলো সুন্দর নির্বাচনের জন্য তৈরি হয়ে আছে। তফসিল ঘোষণার পরে নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী চলবে তারা।

আইনমন্ত্রী যা বললেন : সফররত মার্কিন প্রতিনিধি দলের সঙ্গে তত্ত্বাবধায়ক সরকার নিয়ে কোনো আলোচনা হয়নি বলে জানান আইনমন্ত্রী আনিসুল হক। এছাড়া প্রতিনিধি দলের সঙ্গে সংলাপ নিয়েও কোনো কথা হয়নি বলে জানান তিনি।

বুধবার দুপুরে সচিবালয়ে মার্কিন প্রাক-নির্বাচনী প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

আনিসুল হক বলেন, বর্তমান সরকার অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনে প্রতিশ্রুতিবদ্ধ, তত্ত্বাবধায়ক সরকার নিয়ে কোন আলোচনা হয়নি মার্কিন প্রতিনিধিদলের সাথে।

আইনমন্ত্রী জানান, ডিজিটাল নিরাপত্তা আইনের সঙ্গে সাইবার নিরাপত্তা আইনের কি পার্থক্য আছে তা জানতে চায় প্রতিনিধি দল। নির্বাচন অবাধ নিরপেক্ষ ও শান্তিপূর্ণ হবে, এজন্য যা যা করার দরকার সরকার সেটা করছে বলে প্রতিনিধি দলকে আশ্বস্ত করার কথাও জানিয়েছেন তিনি।

তিনি বলেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে সংলাপ হবে কিনা, এ বিষয়ে মার্কিন প্রতিনিধি দল কিছু জিজ্ঞেস করেনি। সুষ্ঠু নির্বাচনের জন্য সরকার অঙ্গীকারাবদ্ধ। কারো নির্বাচনে আসা না আসা তাদের নিজস্ব ব্যাপার।

দ্বাদশ সংসদ নির্বাচন পূর্ব-পরি¯ি’তি যাচাই করতে মার্কিন এই দলটি ঢাকায় এসেছে গত ৭ই অক্টোবর এবং সাত সদস্যের এ দলটির আগামী ১৩ই অক্টোবর পর্যন্ত ঢাকায় অব¯’ান করার কর্মসূচি রয়েছে।

নির্বাচন পূর্ব পরি¯ি’তি যাচাই করার জন্য ঢাকায় আসা আইআরআই ও এনডিআইয়ের- এ যৌথ দলটির যুক্তরাষ্ট্র সরকারের অর্থায়নে ঢাকায় এসেছে। এ দলটির প্রতিবেদনের ভিত্তিতেই সংসদ নির্বাচনে যুক্তরাষ্ট্র পর্যবেক্ষক পাঠাবে কিনা, সেই সিদ্ধান্ত নেয়ার কথা। এ ছাড়া বাংলাদেশের নির্বাচন সংক্রান্ত অন্যান্য সিদ্ধান্তও নেয়া হবে এই দলের প্রতিবেদনের ভিত্তিতে।

ঢাকায় এসে দলটি ইতোমধ্যেই ক্ষমতাসীন আওয়ামী লীগ, বিরোধী দল বিএনপি, নির্বাচন কমিশন ছাড়াও বিভিন্ন রাজনৈতিক দল, গণমাধ্যম প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের সঙ্গে বৈঠক করে।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ