চান্দগাঁও সাধুরপাড়া পূজামন্ডপ পরিদর্শনে সিএমপি কমিশনার
নিজস্ব প্রতিবেদক (চট্টগ্রাম), এবিসিনিউজবিডি, (২১ অক্টোবর ২০২৩) : নগরের চান্দগাঁও সাধুরপাড়া পূজাম-প পরিদর্শন করেছেন সিএমপি কমিশনার কৃষ্ণ পদ রায়।
২১ অক্টোবর সকালে ম-প পরিদর্শনে এলে তাঁকে স্বাগত জানান সাধুরপাড়া পূজা উদযাপন পরিষদের প্রধান সমন্বয়কারী আশিস কুমার নাথ।
ম-প পরিদর্শনকালে পূজার্থীদের উদ্দেশ্যে সিএমপি কমিশনার বলেন, আপনাদের শঙ্কা করার কারণ নেই। তবে বিভিন্ন সময়ে যেহেতু বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে, সেগুলো মাথায় রেখে আমরা নিরাপত্তা ব্যবস্থা সাজিয়েছি।
ম-পকেন্দ্রিক একটি করে ‘সম্প্রীতি কমিটি’ করা হয়েছে, যেখানে গণ্যমান্য ব্যক্তিদের সম্পৃক্ত করা হয়েছে। সবার সমন্বিত প্রয়াসে এ উৎসব শেষ করা যাবে।
এসময় অতিরিক্ত কমিশনার (অ্যাডমিন) এম এ মাসুদ, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশন্স) মাহতাব উদ্দিন, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) আবদুল মান্নান, উপ-পুলিশ কমিশনার (উত্তর) মোখলেছুর রহমান, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) জয়নুল আবেদীন উপস্থিত ছিলেন।