বিশ্বকাপ নয়, সাকিবের লক্ষ্য এখন চ্যাম্পিয়ন্স ট্রফি

মনির হোসেন মিন্টু, বিশেষ প্রতিবেদক, এবিসিনিউজবিডি, ঢাকা : (২৯ অক্টোবর ২০২৩) : একদিন আগেও বিশ্বকাপের সেমিফাইনালে খেলার সম্ভাবনা কিছুটা হলেও জিইয়ে ছিল বাংলাদেশের। কিন্তু নেদারল্যান্ডসের কাছে হারের ধরনই বলে দিচ্ছে— তাদের সেই স্বপ্নও এখন কল্পনাতীত। ডাচদের কাছে হারের পর অধিনায়ক সাকিব আল হাসানের কণ্ঠেও এখন ভিন্ন সুর। তার মতে, বাংলাদেশের চোখ এখন চ্যাম্পিয়ন্স ট্রফিতে সুযোগ পাওয়ার দিকে।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে সাকিব বলেন, ‘সেমিফাইনালের সম্ভাবনা নয়, অন্তত আরেকটু ভালো করতে চাই। আমাদেরকে র‌্যাঙ্কিংয়ে আটের ভেতর থাকতে হবে, যদি চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে হয়। সে জায়গায় এখনও আমাদের হাতে তিনটা ম্যাচ আছে। যদিও আমাদের জন্য এরকম পরিস্থিতিতে কামব্যাক করাটা কঠিন।’

তবে সেটিও সম্ভব কিনা— এমন প্রশ্নে সাকিবের উত্তর, ‘আসলে খেলা শেষ হওয়ার আগে কিছু বলা সম্ভব না। তবে আমাদের চেষ্টা করতে হবে। আবারও বলছি এটা কঠিন। কিন্তু এর চেষ্টা করা ছাড়া তো আমাদের কিছু করার নাই।’

ফের একই কথার পুনরাবৃত্তি করে এই হার ভুলে যেতে চান সাকিব, ‘সত্যি বলতে এখান থেকে ঘুরে দাঁড়ানো খুব কঠিন। কিন্তু চেষ্টা করতে হবে। আজকের দিনটা আমরা যদি ভুলে যেতে পারি এবং সামনের ম্যাচগুলোর জন্য মনোযোগ দিতে পারি ভালোভাবে, যদিও খুবই কঠিন এই জিনিসটা করা। যে পরিস্থিতির ভেতরে এখন আমরা আছি সেখান থেকে কামব্যাক করা কঠিন।’

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ