সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল বাণিজ্যমন্ত্রীর বক্তব্য

বিশেষ প্রতিবেদক, এবিসিনিউজবিডি, ঢাকা (৮ সভেম্বর ২০২৩) : ‘খেলা হবে’, ‘তলে তলে সমঝোতা হয়ে গেছে’, ‘ফখরুলের মাথায় ইউরেনিয়াম ঢেলে দিবো’, এমনসব রাজনৈতিক বক্তব্য দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সরকারের ক্ষমতাধর এই মন্ত্রীর আলোচিত-সমালোচিত নানা বক্তব্যের পর এবার তাকেই অনুস্মরণ করছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। গতকাল (বুধবার) সচিবালয়ে তিনি বলেছেন, ‘দেশে নিত্যপণ্যের দাম বাড়লেও রংপুরের মানুষ কষ্টে নেই। আমার এলাকার নারীরা দিনে ৩ বার লিপস্টিক লাগাচ্ছেন, ৪ বার স্যান্ডেল বদলাচ্ছেন।’

গতকাল বুধবার দুপুরে সচিবালয়ে জাতীয় ট্যারিফ পলিসির তদারক ও পর্যালোচনা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে টিপু মুনশি এসব কথা বলেন। তিনি আরও বলেন, ‘আমি খুব ভালো করেই জানি, এলাকার মানুষের সমস্যা নেই।’

কেন তার এলাকার মানুষেরা কষ্টে নেই বা ভালো আছেন, তার কারণ হিসেবে টিপু মুনশি বলেন, ‘আমাদের তো কৃষিভিত্তিক এলাকা, কৃষকেরা আলুর দাম পাচ্ছেন। তবে একেক এলাকা একেক রকম। শহরে যাঁরা দিনমজুর, নি¤œশ্রেণির মানুষ, তাদের খুব কষ্ট হচ্ছে। সে জন্য ঢাকা শহরে যারা নির্বাচন করবেন, তাদের সমস্যা অনেক।’

সবকিছুর দাম বেড়ে যাওয়ায় আগামী সংসদ নির্বাচনে এর প্রভাব পড়বে কি না, সাংবাদিকেরা জানতে চাইলে মন্ত্রী বলেন, সাংবাদিকেরা ইতিবাচক হলে এই প্রভাব কাটানো সম্ভব। বৈশ্বিক পরিস্থিতিসহ সার্বিক কারণে এটা হয়েছে। কাজেই নির্বাচনে এর প্রভাব পড়বে কি না, তা নির্ভর করবে সাংবাদিকেরা কতটুকু ইতিবাচক হবেন, তার ওপর।

পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি চূড়ান্ত করা হয়েছে, কিন্তু শ্রমিকদের একাংশ তা মেনে নেয়নি। কয়েকটি শ্রমিক সংগঠনের নেতারা এ বিষয়ে অসন্তোষ প্রকাশ করে শুক্রবার আবার সমাবেশের ডাক দিয়েছেন। এ নিয়ে জানতে চাইলে টিপু মুনশি বলেন, ‘শতভাগ শান্তি নিশ্চিত করা যায় না। কেউ খুশি হবেন, কেউ অখুশি হবেন। যাঁরা খুশি নন, তাঁরা যদি ২০ হাজার টাকা বেতন পেতেন, তাহলে হয়তো খুশি হতেন। আমাদের একটি জায়গায় আসতে হবে, যেখানে দুই পক্ষই রক্ষা হয়। সবাইকে ১০০ ভাগ সন্তুষ্ট করা যায় না।’

সবকিছুর দাম বেড়ে যাওয়ার পর সরকার আমদানির সিদ্ধান্ত নেয় কেন, এমন প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী বলেন, ‘আলু আমদানি করতে কৃষি মন্ত্রণালয়ের অনুমতি লাগে। আমরা যে দুই মাস আগে আলু আমদানির অনুমতি দিয়েছি, তখন তাদের অনুমতি নিয়েছি। তারাও এটা চিন্তা করে। একইভাবে ডিমের জন্য মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অনুমতি নিতে হয়। যদি পেছনের সমর্থন না পাই, তাহলে আমরা অনেক সময় করতে পারি না। সংকট যখন প্রকট হয়ে যায়, তখন তারা মেনে নেয়, কিন্তু তখন আবার অনেক দেরি হয়ে যায়।’

মানুষের জন্য বাণিজ্যমন্ত্রীর কোনো সুখবর আছে কি না, জানতে চাইলে টিপু মুনশি পেঁয়াজ, আলু, ডিমের কথা উল্লেখ করেন। বলেন, ‘একটা হলো দেশীয় উৎপাদন, আরেকটা হলো আমদানি। বিভিন্ন জিনিসের বিভিন্ন রকম অবস্থা। যেমন পেঁয়াজের দাম কবে কমবে, তা সবাই জানেন—যখন নতুন পেঁয়াজ বাজারে উঠবে, কৃষক যখন ফসল ঘরে তুলবেন। হয়তো আগামী মাসে মুড়িকাটা পেঁয়াজ বাজারে উঠবে, তখন হয়তো পেঁয়াজের দাম কমবে। আমাদের প্রয়োজনের তুলনায় ২০ শতাংশ ঘাটতি আছে পেঁয়াজে। আমদানির বড় অংশ ভারত থেকে আসে। সেখানেও দাম বেড়ে গেছে। পেঁয়াজের জন্য ভবিষ্যতে আমাদের নিজেদের উৎপাদনের ওপর নির্ভর করতে হবে।’

বাণিজ্যমন্ত্রী বলেন, ‘ডিসেম্বরের শেষ দিকে বাজারে যখন আলু উঠতে শুরু করবে, তখন সেটির দামও কমবে। এখন এটা গেল নিজেদের উৎপাদনের বিষয়। আবার যখন আমরা তেল ও চিনির কথা বলি, তখন আন্তর্জাতিক বাজারে দামের ওপর নির্ভর করতে হয়। আর বিভিন্ন আইনি জটিলতায় ডিম আমদানিতে কিছুটা সময় লেগেছে। প্রথম একটা চালান ঢুকে গেছে। ডিম এখন ১১ কিংবা সাড়ে ১১ টাকায় পাওয়া যায়। আশা করি আরও ডিম এলে নির্ধারিত দামে পাওয়া যাবে।’

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ