হরতালে রাজশাহীতে সংঘর্ষ, সিলেটে অবরোধের চেষ্টা

pabna jamat hortal পাবনা জামাত হরতালরিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ যুদ্ধাপরাধী আব্দুল কাদের মোল্লার মুক্তি দাবিতে জামায়াতে ইসলামীর ডাকা হরতালে রাজশাহীতে পুলিশের সঙ্গে ইসলামী ছাত্রশিবিরের সংঘর্ষ হয়েছে।

সিলেটে সড়কে টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধের চেষ্টা করেছে শিবিরকর্মীরা। পাবনায় সড়কে তৎপর দেখা গেছে জামায়াতের সহযোগী সংগঠনগুলোর কর্মীদের।

মঙ্গলবার আপিল বিভাগ জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল কাদের মোল্লাকে মৃত্যুদণ্ডাদেশ দেয়ার পর তার মুক্তি দাবিতে বুধ ও বৃহস্পতিবার সারাদেশে হরতাল ডাকে দলটি।

হরতালে দূরপাল্লার বাস চলাচল বন্ধ রয়েছে। তবে ট্রেন, লঞ্চ ও বিমান চলাচল স্বাভাবিক। বিভিন্ন নগরীতে অভ্যন্তরীণ রুটে বাসসহ অন্যান্য যানবাহন চলছে।

রাজধানীতর বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল করেছে শিবিরকর্মীরা। তবে পুলিশের ধাওয়ায় তারা পালিয়ে যায়। হরতালের শুরুতে বড় ধরনের কোনো গোলযোগের খবর পাওয়া যায়নি। রাজধানীতে পুলিশ ও র‌্যাবের সঙ্গে বিজিবিও মোতায়েন রয়েছে।

রাজশাহী রিপোর্টার জানান, সকাল ৬টার দিকে নগরীর বোয়ালিয়া থানার নওদাপাড়ায় ওয়াসা ভবনের সামনে শিবিরকর্মীরা নওগাঁ সড়ক অবরোধ করলে পুলিশের সঙ্গে সংঘর্ষ বাঁধে।

খড়খড়ি এলাকায় শিবিরকর্মীরা একটি ট্রাকে আগুন দেয় এবং বেশ কয়েকটি হাতবোমার বিস্ফোরণ ঘটায় বলে প্রত্যক্ষদর্শীরা জানায়।

নওদাপাড়া থেকে শিবিরের এক কর্মীকে আটক করা হয়েছে বলে মহানগর গোয়েন্দা পুলিশের ওসি আলমগীর হোসেন এবিসি নিউজ বিডিকে জানিয়েছেন।

তিনি বলেন, শিবিরকর্মীরা রাজশাহী-নওগাঁ সড়কে আগুন জ্বালিয়ে অবরোধ করলে পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে কয়েক রাউন্ড রবার বুলেট ও কাঁদানে গ্যাস ছোড়ে। তখন শিবির কর্মীরা পাল্টা ইট ছুড়লে সংঘর্ষ বেঁধে যায়।

পরে মহাসড়ক থেকে শিবিরকর্মীদের হটিয়ে দেয়া হয় বলে জানান পুলিশ কর্মকর্তা আলমগীর।

সকালে শহরে বাইপাস সড়কের কয়েকটি স্থানে গাছ ও আগুন জ্বালিয়ে বিক্ষোভ করে শিবিরকর্মীরা।

পুলিশ কর্মকর্তা আলমগীর বলেন, খড়খড়ি মাহেন্দ্রা এলাকায় শিবিরকর্মীরা খড়বাহী একটি ট্রাকে আগুন দেয়। পরে দমকলকর্মীরা গিয়ে তা নেভায়।

পাবনা রিপোর্টার জানান, সকাল থেকেই বিভিন্ন স্থানে জামায়াত-শিবিরকর্মীরা সড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ ও মিছিল করে।

পাবনা-নগরবাড়ি মহাসড়কের রাজাপুর, ক্যালিকো কটন মিল, বাঙ্গাবাড়িয়া, জাফরাবাদ পুষ্পপাড়া, মধুপুর, কাশিনাথপুর, পাবনা-ঈশ্বরদী মহাসড়কের  দাশুড়িয়া, পাবনা-কুষ্টিয়া মহাসড়কের মুন্নার মোড়, পাকশী, রুপপুরে অবরোধের খবর পাওয়া গেছে।

তবে হরতালকারীদের হটাতে আইন শৃঙ্খলা বাহিনী তৎপর বলে পাবনার পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহমেদ জানিয়েছেন।

সকাল থেকে পাবনা কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে কোনো বাস ছেড়ে যায়নি। তবে শহরের দোকানপাট খুলেছে।

সিলেট রিপোর্টার জানান, সকালে ঝটিকা মিছিল ও টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করেছে শিবিরকর্মীরা।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সকাল সাড়ে ৬টায় পাঠানটুলায় ঝটিকা মিছিলের পর সিলেট-সুনামগঞ্জ সড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ করে শিবিরকর্মীরা। তবে পুলিশ গেলে তারা পালিয়ে যায়।

মঙ্গলবার রাতে নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ১৯ জন শিবিরকর্মীকে আটক করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

হরতালে নগরীতে কোনো গোলযোগের খবর পাওয়া যায়নি। সকাল থেকে সিএনজি অটোরিকশা ও রিকশা চলাচল করলেও ভারী যানবাহন চলছে না।

দুরপাল্লার বাস না চললেও সব ট্রেন যথাসময়ে ছেড়ে যাচ্ছে বলে জানিয়েছেন সিলেট রেল স্টেশনের ব্যবস্থাপক আবুল কালাম আজাদ।

নগরীর গুরুত্বপুর্ণ পয়েন্টে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ। পাশাপাশি রয়েছে র‌্যাব ও বিজিবির টহল।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ