জয় বাংলা স্লোগানে শিবিরের মিছিল
রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ জামায়াতে ইসলামীর হরতালের সমর্থনে পুলিশের বাধা এড়াতে ‘জয় বাংলা’ স্লোগান দিতে দেখা গেছে ইসলামী ছাত্রশিবিরের একদল কর্মীকে।
যুদ্ধাপরাধে মৃত্যুদণ্ডে দণ্ডিত আব্দুল কাদের মোল্লার মুক্তি দাবিতে ডাকা হরতালে বুধবার সকালে রাজধানীর মহাখালীতে ঘটেছে এই ঘটনা।
মঙ্গলবার আপিল বিভাগ জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল কাদের মোল্লাকে মৃত্যুদণ্ডাদেশ দেয়ার পর তার মুক্তি দাবিতে বুধ ও বৃহস্পতিবার সারাদেশে হরতাল ডাকে দলটি।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সকাল সাড়ে ৬টার দিকে ওয়্যারলেস গেইটের সামনে সড়কে পাঁচ-ছয় যুবক ‘জয় বাংলা’ স্লোগান দিতে দিতে এগিয়ে যায়।
মুক্তিযুদ্ধের স্লোগান ‘জয় বাংলা’ আওয়ামী লীগ এবং এর সহযোগী সংগঠনগুলো সবসময় দিয়ে থাকে।
ওই সময় সড়কের একপাশে একদল পুলিশ ছিল। অন্য পাশ দিয়ে দিয়ে স্লোগান দিতে দিতে এগিয়ে যায় ওই যুবকরা। পুলিশকে অতিক্রমের পর তারা ব্যানার বের করে, যা ছিল শিবিরের।
ঢাকা মহানগর পুলিশের সহকারী কমিশনার (মিডিয়া) সাত্যকি কবিরাজ ঝুলন এবিসি নিউজ বিডিকে বলেন, ‘জয় বাংলা’ স্লোগান দিতে দিতে এগিয়ে যাওয়া ওই যুবকদের সন্দেহ হলে পুলিশ এগিয়ে যায়। কিছু দূরে গিয়ে তারা একটি ব্যানার বের করে। যুবকদের মধ্যে একজন ছবিও তুলছিল।
“পুলিশকে এগোতে দেখে যুবকরা ব্যানার ফেলে দৌড়ে পালায়। ফেলে রাখা ব্যানারটিতে লেখা রয়েছে ‘তিতুমীর কলেজ ছাত্র শিবির’।
ব্যানারটি জব্দ করা হলেও কাউকে আটক করা যায়নি বলে জানান পুলিশের এই কর্মকর্তা।
এদিকে, হরতালের সমর্থনে রাজধানীর বাড্ডা, বনশ্রী ও পান্থপথ এলাকায় ঝটিকা মিছিল করেছে শিবির।
বনশ্রীতে একটি হাতবোমা বিস্ফোরণের খবরও জানিয়েছেন স্থানীয়রা।