সাংবাদিকদের কাছে ক্ষমা চাইলেন তানজিন তিশা
বিনোদন প্রতিবেদক, এবিসিনিউজবিডি, ঢাকা (২৬ নভেম্বর ২০২৩) : সাংবাদিকদের বিরুদ্ধে অপেশাদার আচরণ ও বক্তব্যের পর দুঃখপ্রকাশ করেছেন ছোটপর্দার অভিনেত্রী তানজিন তিশা।
গতকাল শনিবার (২৫ নভেম্বর) রাজধানীর মিন্টু রোডের ডিবি কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে বৈঠক শেষে দুঃখপ্রকাশ করেন এ অভিনেত্রী। পাশাপাশি তিনি পুনরায় একসঙ্গে কাজ করার জন্য সাংবাদিকদের প্রতি আহ্বানও জানান।
এসময় সেখানে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের প্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ, অভিনয় শিল্পী সংঘের সভাপতি অভিনেতা আহসান হাবিব নাসিম, সাধারণ সম্পাদক রওনক হাসানসহ অনেকে উপস্থিত ছিলেন।
তিশা বলেন, আপনাদের সবার ভালোবাসা ও সহযোগিতায় আজ আমি অভিনয়শিল্পী তানজিন তিশা। আমি কয়েকদিন আগে অসুস্থ হয়ে হাসপাতালে ছিলাম। সেখান থেকে বাসায় ফেরার পর দেখলাম দু-একটি নিউজপোর্টাল আমার আত্মহত্যার চেষ্টা শিরোনামে নিউজ করেছে। এমন সময় সাংবাদিক তামিম, যার সঙ্গে আমার আগে পরিচয় ছিল না, সে আমাকে একটি মেসেজ করে যেটি পড়ে আমার কাছে মনে হয়েছে প্রশ্নটি এ সময়ের জন্য যৌক্তিক নয়।
অভিনেত্রী আরও বলেন, আমি ভাবতেই পারিনি এসময়ে আমাকে কেউ এমন বিষয়ে মেসেজ করতে পারে বা একজন নারীকে এমন প্রশ্ন করতে পারে। আমি নিজেকে সামলাতে না পেরে উত্তেজিত হয়ে তাকে কল দিয়ে মেসেজের বিষয় নিয়ে নিউজ করলে সর্বোচ্চ ব্যবস্থা নেবো বলি। আমি তার সঙ্গে ফোনে যে শব্দ উচ্চারণ করেছি আমি জানি তা সঠিক নয়। পরে আমি আমার ভুল বুঝতে পেরে সবার কাছেই দুঃখপ্রকাশ করেছি।