আইডেনটিটি প্যারেডে ইনুর হামলাকারী সনাক্ত
রিপোর্টার, এবিসি নিউজ বিডি, যুক্তরাজ্যঃ লন্ডনে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর ওপর হামলাকারী দুজনকে সনাক্ত করতে পেরেছেন এটিএন বাংলার লন্ডন কার্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হাফিজ আলম বক্স। তথ্য মন্ত্রনালয়ের নির্ভরযোগ্য সূত্রে এ তথ্য জানা যায়। বেসরকারি এই টেলিভিশনের লন্ডনের ওই শাখায় গত ৯ সেপ্টেম্বর মন্ত্রীর ওপর হামলা হয়।
মন্ত্রনালয় সূত্র জানায়, এটিএন বাংলার ক্লোজ সার্কিট ক্যামেরার ছবি দেখে তিনি ওই দুজনকে সনাক্ত করেন।
পুলিশের আনুষ্ঠানিক তদন্তপ্রতিবেদন প্রকাশ হলে হামলাকারীদের রাজনৈতিক পরিচয়সহ মদদদাতাদের সন্ধান পাওয়া যাবে বলেও আশা প্রকাশ করছে এটিএন বাংলার ওই কর্মকর্তা। তিনি জানান, তাদের ধারণ করা সিসি ক্যামেরার ছবি অনুযায়ী সেদিন সাতজন হামলাকারী এক সঙ্গে এসেছিলেন। এদের মধ্যে পাঁচজন অফিসের ভেতরে ঢোকেন। এটিএনের কর্মকর্তা আরো জানান, হামলার যে ছবি গণমাধ্যমে এসেছে, তা তাদের ক্যামেরায় ধারণ করা নয়। হামলাকারী একজনের হাতে ভিডিও ক্যামেরা ছিল। যেসব ছবি প্রচার হয়েছে, সেগুলো ওই ক্যামেরায় তোলা হতে পারে।