দেড় মাসের মধ্যে ৪শ’ ট্যাক্সিক্যাব
সিনিয়র রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ আগামী দেড় মাসের মধ্যে ঢাকা ও চট্টগ্রামে ৪শ’ ট্যাক্সি নামানো হবে বলে জানিয়েছেন যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের। বুধবার সচিবালয়ে যোগাযোগমন্ত্রণালয় সংক্রান্ত বার্ষিক উন্নয়ন প্রতিবেদন পর্যালোচনা কমিটির সভা শেষে সাংবাদিকদের কাছে তিনি এ কথা জানান।
সেনাবাহিনী এ ট্যাক্সিক্যাবে সার্বিক তত্তাবধায়ন করবে জানিয়ে তিনি বলেন, সেনাকল্যান সংস্থা এ বিষয়ে কোম্পানী গঠন প্রক্রিয়া শেষ করার পরই তারা ট্যাক্সিক্যাব আমদানী করবে।
এছাড়া রাজধানীর যাত্রী সেবার মান বাড়াতে একশো এসি মিনিবাস নামানোর জন্যও রুট পারমিট দেওয়া হচ্ছে বলে জানান যোগাযোগমন্ত্রী।
বার্ষিক উন্নয়ন কর্মসূচী প্রায় শতভাগ বাস্তবায়ন করা হয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, অর্থমন্ত্রণালয়ের অর্থ ছাড় এবং পরিকল্পনা কমিশনের অনুমোদনে দীর্ঘসূত্রতার কারনে বিভিন্ন সময় প্রকল্প বাস্তবায়নে সমস্যা তৈরি হয়। তারপরও যোগাযোগ মন্ত্রণালয় এখন স্বাধীনতার পর সবচেয়ে সফল মন্ত্রণালয়।