প্রধানমন্ত্রী যাবেন বলে রোগীদের চরম ভোগান্তি
সিনিয়র রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ প্রধানমন্ত্রী পাবলিক সার্ভিস কমিশনে যাবেন বলে রাজধানীর শ্যামলীর শিশু পার্কের সামনের সড়কটি প্রায় এক ঘন্টা বন্ধ করে রাখা হয়। আর এ কারণে গুরুত্বপূর্ন শিশু, পঙ্গু, সোহরোওয়ার্দী ও হৃদরোগ ইনষ্টিটিউটে আসা রোগীদের রোগীদের চরম ভোগান্তি পড়তে দেখা যায়। একই সাঙ্গে হরতালের দিনে রাস্তা ফাকা থাকার দিনেও শ্যামলী, আগারগাঁও, কলেজগেট এলাকায় ভয়াবহ যানজটের সৃষ্টি হয়। এসময় যাত্রীদের দুর্ভোগ পোহাতে দেখা যায়।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকালে আগারগাঁও’র পাকবলিক সার্ভিস কমিশনে (পিএসসি) যাবেন বলে পুলিশের ট্রাফিক বিভাগ সকাল ১০টা ০৫ মিনিট থেকে শ্যামলী থেকে আসাদ গেটের গুরুতাবপূর্ন সড়কটি বন্ধ করে দেয়। প্রায় ১০.৫৫ মিনিটে প্রধানমন্ত্রী এই সড়কটি অতিক্রম করার পর ১০.৫৭ মিনিটে সড়কটি পূনরায় খুলে দেয়া হয়। আর এ কারণে রাজধানীর গুরুত্বপূর্ন শিশু হাসপাতাল, পঙ্গু হাসপাতাল, সোহরোওয়ার্দী হাসপাতাল, চক্ষু ইনিষ্টিটিউট ও হৃদরোগ ইনষ্টিটিউটে আসা রোগীদের রোগীদের চরম ভোগান্তি পড়তে হয়। রোগীদের এসময় রিক্সা, ভ্যানগাড়ি, সিএনজি ও এম্বুলেন্স নিয়ে দীর্ঘ সময় রাস্তায় বসে থাকতে দেখা যায়। শুধু তাই নয়, এ সময় হরতালের কারণে রাস্তা ফাকা থাকার কথা থাকলেও শ্যামলী, আগারগাঁও, কলেজগেট এলাকায় ভয়াবহ যানজটের সৃষ্টি হল যাত্রীদের দুর্ভোগ পোহাতে দেখা যায়। অনেককে ক্ষুব্দ প্রতিক্রিয়া ব্যাক্ত করতে দেখা যায়।
প্রধানমন্ত্রীর প্রটোকল শাখা থেকে জানানো হয়, প্রধানমন্ত্রী আগারগাঁও’র পাকবলিক সার্ভিস কমিশনে (পিএসসি) যাবেন। তবে পুলিশের বাড়াবাড়ির বিষয়ে প্রটোকল শাখা থেকে কিছুই জানাতে পারেনি।