হরতালে মেহেরপুরে সংঘর্ষে নিহত ১
রিপোর্টার, এবিসি নিউজ বিডি, মেহেরপুরঃ হরতালের দ্বিতীয় দিনে মেহেরপুরে জামায়াতে ইসলামীর কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে একজন নিহত হয়েছে।
বৃহস্পতিবার সকাল ৭টার দিকে মুজিবনগর উপজেলার গৌরীনগর সড়কে এই সংঘর্ষ বাঁধে বলে পুলিশ জানিয়েছে।
পুলিশ বলছে, হরতালকারীরা এক এএসআইকে কুপিয়ে আহত করলে পুলিশ গুলি ছোড়ে এবং এতে একজন নিহত হয়।
নিহতের পরিচয় জানা যায়নি। তিনি জামায়াতকর্মী বলে স্থানীয়রা জানিয়েছে।
একাত্তরে গণহত্যার জন্য দণ্ডিত আব্দুল কাদের মোল্লার মুক্তি দাবিতে ৪৮ ঘণ্টার হরতালের দ্বিতীয় দিন সকালে গৌরীনগর ও বন্দর মোড় এলাকায় জামায়াতকর্মীরা অবস্থান নেয়।
পুলিশ তাদের হটাতে গেলে সংঘর্ষ বেঁধে যায় বলে স্থানীয়রা জানিয়েছে।
মুজিবনগর থানার ওসি রবিউল ইসলাম এবিসি নিউজ বিডিকে বলেন, সড়কে জামায়াতকর্মীরা গাছের গুঁড়ি ফেলে রেখেছিল। তা সরাতে পুলিশ গেলে তারা ইট ছুড়তে থাকে।
“এক পর্যায়ে তারা এএসআই আবদুল মান্নানকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। ওই পরিস্থিতিতে আত্মরক্ষার জন্য পুলিশ গুলি চালায়।”
বুকে ও পায়ে গুলিবিদ্ধ হয়ে একজন ঘটনাস্থলেই মারা যান বলে ওসি জানান। এছাড়া আহত হয়েছেন পাঁচজন। তাদের আটক করে হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
ওসি জানান, হরতালকারীদের হামলায় এএসআই মান্নানসহ পাঁচ পুলিশ সদস্য আহত হয়েছেন।
পরিস্থিতি নিয়ন্ত্রণে ওই এলাকায় বিজিবি মোতায়েন করা হয়েছে।
এই সংঘর্ষের আগে মুজিবনগরের বন্দর মোড় এলাকায় জামায়াতকর্মীরা পুলিশের একটি পিকআপ ভ্যানে আগুন দেয়। সেখানে ধাওয়া-পাল্টা ধাওয়ায় পুলিশসহ পাঁচজন আহত হন।