কোটা সংস্কার আন্দোলন, সারাদেশে ক্যাম্পাসে বিক্ষোভ আজ
আনোয়ার আজমী, বিশেষ প্রতিবেদক, এবিসিনিউজবিডি, ঢাকা (১২ জুলাই ২০২৪) : সরকারি চাকরিতে প্রবেশে কোটা পদ্ধতির সংস্কারে শিক্ষার্থীদের একদফা দাবি এবং সারাদেশে পুলিশের হামলার প্রতিবাদে ১২ জুলাই শুক্রবার সারাদেশে ক্যাম্পাসে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও সমাবেশের ঘোষণা দিয়ে প্রায় চার ঘণ্টা অবরোধ শেষে শাহবাগ ছেড়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। ১১ জুলাই বৃহস্পতিবার রাত ৯টার দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম নতুন কর্মসূচি ঘোষণা করেন।
নাহিদ ইসলাম বলেন, ‘আজকে আমাদের এক দফার ভিত্তিতে আন্দোলন ছিল। আমরা চাচ্ছি, জরুরি অধিবেশনে ডেকে সংসদে আইন পাস করতে হবে। আইন করার আগ পর্যন্ত আমরা রাজপথে থাকব। এক দফা দাবিসহ সারাদেশে যে হামলা করা হয়েছে এবং যারা বাধা দিয়েছে, তাদের বিচারের দাবিতে শুক্রবার বিকেল ৪টায় সারাদেশে সব ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হবে।’
তিনি বলেন, ‘যারা বিভিন্ন ক্যাম্পাসে আছেন, তাদের ভয় পাওয়ার কারণ নেই। যেকোনো ধরনের বাধা আসলে আমরা সম্মিলিতভাবে তা প্রতিরোধ করব।যদি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে হামলা করে তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মিছিল নিয়ে যাব। যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ে হামলা করে সবাই শাহবাগে আসবেন। আমরা সম্মিলিতভাবে সব শিক্ষার্থীর নিরাপত্তা নিশ্চিত করব।’
উল্লেখ্য, শিক্ষার্থীদের এক দফা দাবি হলো সরকারি চাকরির সব গ্রেডে অযৌক্তিক ও বৈষম্যমূলক কোটা বাতিল করে সংবিধানে উল্লিখিত অনগ্রসর গোষ্ঠীর জন্য কোটাকে ন্যূনতম মাত্রায় এনে সংসদে আইন পাস করে কোটা পদ্ধতির সংস্কার।