হলের তালা ভেঙে মধ্যরাতে রাস্তায় ঢাবির নারী শিক্ষার্থীরা

আশিক মাহামুদ, এবিসিনিউজবিডি, ঢাকা (১৫ জুলাই ২০২৪) : সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধা কোটা নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্য ঘিরে স্লোগানে স্লোগানে উত্তাল হয়ে উঠেছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাস। মধ্যরাতে ঢাবির আবাসিক হলগুলো থেকে ক্যাম্পাসের রাস্তায় বেরিয়ে আসেন শিক্ষার্থীরা। বিভিন্ন হলের গেটের তালা ভেঙে হাতে থালা-বাটি নিয়ে রাস্তায় নামতে দেখা গেছে নারী শিক্ষার্থীদেরও।

১৪ জুলাই বিকেলে চীন সফরের বিস্তারিত তুলে ধরতে সংবাদ সম্মেলনে আসেন প্রধানমন্ত্রী। সেখানেই সাংবাদিকদের প্রশ্নে কোটা আন্দোলনকারীদের নিয়ে কথা বলেন তিনি। সরকারপ্রধান বলেন, মহান মুক্তিযুদ্ধ ও বীর মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে এত ক্ষোভ কেন? মুক্তিযোদ্ধার নাতি-নাতনিরা কোটা পাবে না, তাহলে কি রাজাকারের নাতিরা কোটা পাবে? তা তো আমরা দিতে পারি না।

মূলত: এর পরই হলের তালা ভেঙে মধ্যরাতে শিক্ষার্থীরা রাস্তায় নেম আসেন।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ