চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় রাতে আন্দোলনকারীদের বিক্ষোভে হামলা

বিশেষ প্রতিবেদক (চট্টগ্রাম), এবিসিনিউজবিডি (১৫ জুলাই ২০২৪) : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কোটা সংস্কার আন্দোলনের বিক্ষোভ ছাত্রলীগের হামলার ঘটনা ঘটেছে। আজ রোববার রাত সাড়ে ১১ টার দিকে ক্যাম্পাসে কাটা পাহাড় সড়কে এ ঘটনা ঘটে। এতে এক নারী শিক্ষার্থীসহ দুইজন আহত হয়েছেন।

এর আগে আজ রাত সোয়া ১১ টার দিকে ক্যাম্পাসের জিরো পয়েন্ট বিক্ষোভ শুরু করেন কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীরা। এই বিক্ষোভে ‘চেয়েছিলাম ন্যায়বিচার, হয়ে গেলাম রাজাকার’সহ নানা স্লোগান দেন শিক্ষার্থীরা।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাত সাড়ে এগারোটার দিকে ছাত্রলীগের চার–পাঁচজন নেতাকর্মী সেখানে আসেন। এসে আন্দোলনরত শিক্ষার্থীদের মাঝেই কয়েকটি বাজি ফুটান। এরপরেই আন্দোলনরত শিক্ষার্থীরা পিছু হটে। একপর্যায়ে শিক্ষার্থীরা কাটা পাহাড় দিয়ে শহীদ মিনার মিছিল নিয়ে যাওয়ার পথে ছাত্রলীগের নেতা কর্মীরা তাঁদের ধাওয়া দেন। পরে আন্দোলনকারীরা ছত্রভঙ্গ হয়ে পড়েন। এ সময় অন্তত চার থেকে পাঁচজনকে মারধর করেন ছাত্রলীগের এই নেতা কর্মীরা। পরে তাঁরা আর এক জায়গায় জড়ো হতে পারেনি।

আন্দোলনে থাকা শারমিন সুলতানা নামের এক শিক্ষার্থী বলেন, কোটা সংস্কারের আন্দোলনে হঠাৎ ছাত্রলীগের কয়েকজন নেতা কর্মী লাঠি নিয়ে হামলা করেন। আন্দোলনরত কয়েকজনকে চড়থাপ্পড় দেন। নারী শিক্ষার্থীদের গালাগাল করেন। এতে প্রায় চার পাঁচজন আহত হন।

প্রত্যক্ষদর্শীরা জানান, এরপর একে একে ছাত্রলীগের সব উপপক্ষের নেতা কর্মীরা জিরো পয়েন্টে আসেন। সেখানে এসে ‘শেখ হাসিনা সংসদে, আমরা আছি রাজপথে,’ ‘শেখ হাসিনার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’, ইত্যাদি স্লোগান দেন। রাত একটায় এ প্রতিবেদন লেখার সময় পর্যন্ত ছাত্রলীগের একাংশের নেতাকর্মীরা জিরো পয়েন্টে অবস্থা নিয়ে আছে।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ