জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা
আশীক মাহমুদ, এবিসিনিউজবিডি, ঢাকা (১৭ জুলাই ২০২৪) : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আজ বুধবার থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে এবং ১৯টি আবাসিক হলের শিক্ষার্থীদের বিকেল ৪টার মধ্যে হল ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে।
সিন্ডিকেট সভার এমন সিদ্ধান্ত ঘোষণার সময় শিক্ষার্থীরা তা প্রত্যাখ্যান করেন এবং জুতা নিক্ষেপ করেন। এ সময় তারা চেয়ার ভাঙচুরসহ প্রশাসনিক ভবনে ইটপাটকেল নিক্ষেপ করতে শুরু করেন।
আজ সকাল ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. নূরুল আলমের সভাপতিত্বে সিন্ডিকেটের এক জরুরি সভায় বিশ্ববিদ্যালয় বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়।