জাবিতে রাবার বুলেটে শতাধিক শিক্ষার্থী আহত

আশীক মাহমুদ, এবিসিনিউজবিডি, ঢাকা (১৮ জুলাই ২০২৪) : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পুলিশের রাবার বুলেটে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শতাধিক শিক্ষার্থী আহত হয়েছেন। এমন অবস্থার মধ্যেই, পুলিশের সহায়তায় প্রশাসনিক ভবন ছেড়েছেন অবরুদ্ধ উপাচার্য অধ্যাপক মো. নূরুল আলম।

গতকাল ১৭ জুলাই প্রশাসনের হল ছাড়ার নির্দেশনা শিক্ষার্থীরা প্রত্যাখ্যান করে দুপুরে প্রশাসনিক ভবনে তালা দিয়ে উপাচার্যসহ কয়েকজন সিন্ডিকেট সদস্যকে অবরুদ্ধ করে। পরে পুলিশ ক্যাম্পাসে প্রবেশ করে এবং বিকেলে রাবার বুলেট ও টিয়ারশেল ছুড়ে শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করার চেষ্টা করে। পুলিশের রাবার বুলেটে আহত হয়ে শিক্ষার্থীরা ছড়িয়ে পড়ে।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারের দায়িত্বরত চিকিৎসক রেজওয়ানুর রহমান দ্য এবিসিনিউজবিডিকে বলেন, ‘এখন পর্যন্ত শতাধিক শিক্ষার্থী রাবার বুলেটে আহত হয়ে এখানে এসে চিকিৎসা নিয়েছেন। তাদের মধ্যে ৫-৬ জনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের অন্যত্র পাঠানো হয়েছে। তাদের ছররা গুলি লেগেছে।’

এদিকে সন্ধ্যা ৭টার দিকে প্রশাসনিক ভবন থেকে অবরুদ্ধ উপাচার্যকে বের হয়ে যেতে দেখা গেছে।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ