সিসি ক্যামেরা বসানো হবে বিশ্ববিদ্যালয়ে

Parlament পার্লামেন্ট সংসদরিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ মাদক নিয়ন্ত্রণে প্রতিটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ক্লোজ সার্কিট (সিসি) ক্যামেরা স্থাপনের নির্দেশনা দেয়া হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।বৃহস্পতিবার জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে তিনি এ তথ্য জানান। তারকা চিহ্নিত এক প্রশ্নে বিএনপির এ বি এম আশরাফ উদ্দিন (নিজান) মন্ত্রীর কাছে জানতে চান, বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয় ও ইংরেজি মাধ্যমের স্কুলের শিক্ষার্থীদের মধ্যে অবাধে ইয়াবাসহ মরণ নেশা মাদক সেবনকারীদের সংখ্যা প্রচুর। এসব প্রতিষ্ঠানের শিক্ষার পরিবেশ উন্নয়নে শিক্ষামন্ত্রণালয়ের পক্ষ থেকে কোনো উদ্যোগ নেওয়া হয়েছে কিনা? জবাবে নুরুল ইসলাম নাহিদ বলেন, “প্রত্যেক বেসরকারি বিশ্ববিদ্যালয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণের জন্য ক্যাম্পাসে সিসি ক্যামেরা স্থাপনের নির্দেশনার পাশাপাশি মাদক নিয়ন্ত্রণ কমিটি গঠন করতে বলা হয়েছে। এ কমিটি শিক্ষার্থীদের কাউন্সেলিংয়ের মাধ্যমে মাদক থেকে দূরে সরিয়ে আনার চেষ্টা করবে।”

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ