সংবিধানের নতুন পর্যালোচনা প্রয়োজন: ড. কামাল হোসেন
মনির হেসেন মিন্টু, এবিসিনিউজবিডি, ঢাকা (১১ সেপ্টেম্বর) : জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে সংবিধানের নতুন পর্যালোচনা প্রয়োজন বলে মন্তব্য করেছে সংবিধানের অন্যতম প্রণেতা ড. কামাল হোসেন।
তিনি বলেছেন, ‘মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত অধিকার নিয়েই বাংলাদেশের সংবিধান রচিত হয়েছিল। এবারের আন্দোলনে আবারও বৈষম্য নিরসনের বিষয়টি সামনে এসেছে। তাই ভবিষ্যতে স্বৈরাচারী শাসন ব্যবস্থার কোনো সুযোগ যাতে না থাকে, সে আলোকেও সংবিধানের সুপারিশ করা উচিত।’
গত মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুজাফফর আহমদ চৌধুরী মিলনায়তনে আয়োজিত ‘আবুল মনসুর আহমদের সংবিধান চিন্তা, জুলাই অভ্যুত্থান ও সাংবিধানিক সংস্কার’ শীর্ষক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
বক্তব্যে কামাল হোসেন আরও বলেন, ‘সাম্প্রতিক সময়ে আমরা দেখেছি কীভাবে মৌলিক অধিকারের ক্ষুণ্নতা একটি জাতিকে অস্থিরতার দিকে ঠেলে দিতে পারে। এ জন্যই আমাদের সংবিধানের মৌলিক অধিকারগুলোকে আরও স্পষ্টভাবে সংজ্ঞায়িত করতে হবে এবং এই অধিকারগুলো রক্ষার জন্য কার্যকর ব্যবস্থা রাখতে হবে। সাম্প্রতিক ছাত্র-জনতার আন্দোলনে শেখ হাসিনার দেশ ত্যাগের পর আমাদের সামনে একটি গুরু দায়িত্ব এসেছে আমাদের সংবিধানের নতুন পর্যালোচনা করার। এই প্রেক্ষাপটে আবুল মনসুর আহমেদের সংবিধান চিন্তা ও দূরদশিতা আমাদের পথ দেখাতে পারে।’
সভাপতির বক্তব্যে ড. কামাল হোসেন বলেন, ‘আবুল মনসুর আহমদ সর্বদা গণতন্ত্রের প্রতি গভীর শ্রদ্ধা পোষণ করতেন। তিনি বিশ্বাস করতেন, প্রকৃত গণতন্ত্রই একটি জাতির সার্বিক উন্নয়ন নিশ্চিত করতে পারে। সাম্প্রতিক বিপ্লবের মূলে ছিল সেই গণতন্ত্রেরই অভাব। বাংলাদেশের বঞ্চিত তরুণ-তরুণীরাই এই অভূতপূর্ব গণঅভ্যুত্থান ঘটিয়েছে। এই কথাগুলো আমাদের মনে করিয়ে দেয়, আমাদের প্রতিটি স্তরে গণতন্ত্রের প্রয়োজনীয়তা অপরিসীম।’