ট্রাম্পের বাণিজ্যমন্ত্রী হচ্ছেন ধনকুবের হওয়ার্ড লাটনিক

আন্তর্জাতিক ডেস্ক, এবিসিনিউজবিডি, আল জাজিরা (২০ নভেম্বর ২০২৪) : যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাঁর পরবর্তী প্রশাসনে বাণিজ্যমন্ত্রী পদে ধনকুবের হওয়ার্ড লাটনিককে মনোনয়ন দিয়েছেন। লাটনিক মার্কিন বিনিয়োগ প্রতিষ্ঠান ক্যানটর ফিতজগেরাল্ডের প্রধান।

লাটনিক রিপাবলিকান পার্টির ক্ষমতা গ্রহণের প্রস্তুতি–সংক্রান্ত দলের কো–চেয়ার হিসেবেও দায়িত্ব পালন করছেন। ট্রাম্প গতকাল মঙ্গলবার এক বিবৃতিতে লাটনিকের ভূয়সী প্রশংসা করে বলেন, তাঁর (লাটনিক) ওয়াল স্ট্রিটে ৩০ বছরের বেশি সময় ধরে কাজ করার দুর্দান্ত অভিজ্ঞতা রয়েছে।

বিবৃতিতে ট্রাম্প আরও বলেন, তিনি (লাটনিক) যুক্তরাষ্ট্রের রাজস্ব ও বাণিজ্যের বিষয়গুলোয় নেতৃত্ব দেবেন। সেই সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি দপ্তরের অতিরিক্ত প্রত্যক্ষ দায়িত্বও সামলাবেন।

এটা এমন একটি প্রশাসনিক পদ, যেখানে বসে বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ও বৃহত্তর ব্যবসায়ী সম্প্রদায়ের সঙ্গে সরাসরি সংযোগ রাখাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিবেচিত হয়।

প্রেসিডেন্ট জো বাইডেনের আমলে মার্কিন বাণিজ্য বিভাগ কোয়ান্টাম কম্পিউটিং ও সেমিকন্ডাক্টর উৎপাদনের যন্ত্রাংশের মতো গুরুত্বপূর্ণ প্রযুক্তির রপ্তানিতে নিয়ন্ত্রণ আরোপ করে রেখেছে। ট্রাম্পের পরবর্তী প্রশাসন এই নীতি আরও জোরালো করতে পারে।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ