পাসপোর্ট নিয়ে হয়রানির অভিযোগ গয়েশ্বরের

bd Passport বাংলাদেশ পাসপোর্টরিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ যন্ত্রে পাঠযোগ্য পাসপোর্ট নেয়ার জন্য আগেরটি জমা দেয়ার পর নতুনটি না পাওয়ার অভিযোগ করেছেন বিএনপি নেতা গয়েশ্বর চন্দ্র রায়।

তিনি শুক্রবার এক সংবাদ সম্মেলনে অভিযোগ করেছেন, বিএনপির আরো কয়েকজন নেতা পাসপোর্ট নিয়েও ‘টালবাহানা’ হয়েছে।

গয়েশ্বরের সন্দেহ, সরকার প্রশাসনকে ব্যবহার করে পাসপোর্ট নিয়ে বিএনপি নেতাদের ‘হয়রানি’ করছে।

“যে কোনো নাগরিকের পাসপোর্ট পাওয়ার অধিকার রয়েছে। সরকার এই নাগরিক অধিকার পদে পদে খর্ব করছে।”

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর বলেন, সব নিয়ম মেনে তিনি মেশিন রিডেবল পাসপোর্টের জন্য অধিদপ্তরে আবেদন জমা দেন। ১৮ সেপ্টেম্বর তা দেয়ার কথা থাকলেও তা দেয়া হয়নি।

“দলের সিনিয়র নেতা খন্দকার মোশাররফ হোসেন, রফিকুল ইসলাম মিয়া, মির্জা আব্বাস, নিতাই রায় চৌধুরীর মতো নেতাদের পাসপোর্ট নিয়েও তারা টানাবাহানা করেছিল।”

নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ওই সংবাদ সম্মেলনে গয়েশ্বর বলেন, “প্রশাসনকে ব্যবহার করে সরকার বিরোধী দলের নেতাদের পাসপোর্ট আটকাচ্ছে। সরকারের কর্মকর্তারা চাকরির ভয়ে কিছু বলতে পারছে না।”

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ