অটিজম নিয়ে জাতিসংঘে পুতুল

swajedPutulরিপোর্টার, এবিসি নিউজ বিডি, নিউ ইয়র্কঃ জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনকে ঘিরে আটটি অনুষ্ঠানে অটিজম নিয়ে বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সায়মা হোসেন পুতুল।

বাংলাদেশে অটিজম সম্পর্কিত জাতীয় উপদেষ্টা পরিষদের চেয়ারম্যান হিসেবে সায়মা হোসেন এসব কর্মসূচিতে অংশ নেবেন বলে বিশ্ব সংস্থায় বাংলাদেশ মিশনের কর্মকর্তারা জানিয়েছেন।

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি এ কে এ মোমেন এবিসি নিউজ বিডিকে বলেন, “আন্তর্জাতিক ফোরামে পুতুলের কর্মব্যস্ততা ক্রমান্বয়ে বাড়ছে। মানবতার জন্যে পুতুলের কর্মকাণ্ড বিশ্ব ফোরামে স্বীকৃতি পাচ্ছে।”

প্রধানমন্ত্রীর মেয়ে সায়মা অটিজম নিয়ে বিশ্বের নানা ফোরামে কাজ করছেন।

জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে ২৩ সেপ্টেম্বর নিউ ইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওই সময়ে অনুষ্ঠেয় অনুষ্ঠানে যোগ দিতে সায়মা কানাডা থেকে যুক্তরাষ্ট্রে আসছেন।

এ কে এ মোমেন শুক্রবার এবিসি নিউজ বিডিকে বলেন, “অটিজমের ওপর কাজের জন্য জাতিসংঘের বিভিন্ন ফোরামে পুতুলকে বক্তা হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছে। প্রধানমন্ত্রীর কন্যা হিসেবে পুতুল এসব কর্মসূচিতে অংশ নেবেন না।”

জাতিসংঘে চার দিনে উচ্চ পর্যায়ের আটটি কর্মসূচিতে অংশ নেবেন সায়মা। ২৩ সেপ্টেম্বর ‘ডিজএ্যাবিলিটি অ্যান্ড ডেভেলপমন্ট’ শীর্ষক বৈঠকে এবং ‘উইমেন অ্যান্ড ডিজএ্যাবিলিটি’ শীর্ষক সম্মেলনে বক্তব্য রাখবেন তিনি।

২৩ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা এবং ফার্স্টলেডি মিশেল ওবামার দেয়া নৈশভোজে অংশ নেবেন সায়মা।

২৪ সেপ্টেম্বর সায়মা বক্তব্য রাখবেন ম্যালেরিয়া রোগ নিয়ন্ত্রণে চলমান কর্মসূচির ওপর অনুষ্ঠিত এক বৈঠকে। ওই দিন ইউনিসেফ আয়োজিত ‘গ্লোবাল পার্টনারশিপ অন চিল্ড্রেন উইথ ডিজএ্যাবিলিটিস ফোরাম’ এ বক্তব্য রাখবেন তিনি।

২৫ সেপ্টেম্বর শৈশবকালের প্রতিবন্ধিতা প্রতিরোধ নিয়ে আন্তর্জাতিক সম্মেলনে সায়মা তার কাজের অভিজ্ঞতা তুলে ধরবেন। ২৬ সেপ্টেম্বর তিনি অটিজম নিয়ে একটি মুক্ত আলোচনায় অংশ নেবেন।

এছাড়া জাতিসংঘ মহাসচিবের স্ত্রী আয়োজিত একটি সাংস্কৃতিক অনুষ্ঠানেও অংশ নেবেন প্রধানমন্ত্রীকন্যা।

অন্যদিকে প্রধানমন্ত্রীর ছেলে সজীব ওয়াজেদ জয় নিউ ইয়র্কে মায়ের সফরসঙ্গী হচ্ছেন।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ