জন্মদিনে শেখ হাসিনাকে নিউ ইয়র্কে সংবর্ধনার প্রস্তুতি
রিপোর্টার, এবিসি নিউজ বিডি, নিউ ইয়র্কঃ জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দেয়ার জন্য নিউ ইয়র্ক থাকাকালেই এবারের জন্মদিন কাটবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার।
বঙ্গবন্ধুর বড় মেয়ে শেখ হাসিনার জন্মদিন ২৮ সেপ্টেম্বর। ১৯৪৭ সালে গোপালগঞ্জের টুঙ্গীপাড়ায় জন্ম নেয়া শেখ হাসিনা এবার ৬৬ বছরে পা দিচ্ছেন।
জাতিসংঘে বাংলাদেশ মিশনের কর্মকর্তারা জানান, নিজের হোটেলে সাদামাটাভাবে জন্মদিন পালন করবেন প্রধানমন্ত্রী।
তবে জন্মদিনে দলীয় প্রধানকে নিউ ইয়র্কে নাগরিক সংবর্ধনা দেয়ার কর্মসূচি নিয়েছে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ। এজন্য দলের শীর্ষ ৪ নেতার সমন্বয়ে একটি সংবর্ধনা কমিটিও গঠিত হয়েছে।
সাধারণ পরিষদের ৬৮তম অধিবেশনে যোগ দিতে ২৩ সেপ্টেম্বর নিউ ইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী। ২৭ সেপ্টেম্বর ভাষণ দেবেন তিনি।
এছাড়াও জাতিসংঘে কয়েকটি কর্মসূচিতে শেখ হাসিনা অংশ নেবেন বলে বিশ্ব সংস্থায় বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি এ কে এ মোমেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন।
২৪ সেপ্টেম্বর টেকসই উন্নয়নের ওপর উচ্চ পর্যায়ের রাজনৈতিক ফোরামে মূল বক্তা হিসেবে বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী।
মোমেন বলেন, প্রতিকূলতা সত্ত্বেও বাংলাদেশ কীভাবে উন্নয়নের পথে রয়েছে তা বিশ্বের সামনে তুলে ধরবেন শেখ হাসিনা। বিশ্বকে শান্তি ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সমৃদ্ধির পথে এগিয়ে নেয়ার ওপর নিজের পরিকল্পনাও ব্যক্ত করবেন তিনি।
জাতিসংঘে স্থায়ী প্রতিনিধি বলেন, এত সম্পদ থাকা সত্ত্বেও বিশ্বে যে প্রত্যাশিত উন্নয়ন হচ্ছে না, দারিদ্র্য মুক্তির স্বপ্ন যে বাস্তবায়িত হচ্ছে না, তার ওপর আলোকপাত করবেন প্রধানমন্ত্রী। সেই সঙ্গে নারীর ক্ষমতায়নের বিষয়টিও তার বক্তব্যে স্থান পাবে।
২৫ সেপ্টেম্বর সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা নিয়ে জাতিসংঘের আরেকটি বিশেষ বৈঠকে শেখ হাসিনা কো-চেয়ার থাকবেন বলে জানান মোমেন।
২৭ সেপ্টেম্বর সাধারণ পরিষদে শেখ হাসিনার বক্তৃতার সময় জাতিসংঘ সদর দপ্তরের বাইরে আওয়ামী লীগসহ বিভিন্ন সহযোগী সংগঠনের পক্ষ থেকে শান্তি সমাবেশের ঘোষণা দেয়া হয়েছে। পাল্টা কর্মসূচি রয়েছে বিএনপিরও।
এই সফরে ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের সঙ্গে বৈঠক করবেন শেখ হাসিনা। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা ও ফার্স্টলেডি মিশেল ওবামার সঙ্গে তার সাক্ষাৎ হবে বলে মোমেন জানান।
প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর নিয়ে শুক্রবার এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ মিশনের ফার্স্ট সেক্রেটারি (প্রেস) মামুন-অর রশীদ জানান, ১৩০ জন সরকার ও রাষ্ট্রপ্রধান এবারের সাধারণ অধিবেশনে যোগ দেবেন।
৪৬ জন ব্যবসায়ীসহ ১২৯ সদস্যের একটি প্রতিনিধি দল নিয়ে প্রধানমন্ত্রী নিউ ইয়র্ক সফরে যাচ্ছেন। ব্যবসায়ীরা তাদের ভ্রমণ ব্যয় নিজেরাই বহন করছেন বলে মোমেন জানান।