গাঁজা পাচারে অভিনব কায়দা করেও ধরা
রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ গাজীপুরে ২৫ কেজি গাঁজা আটক করা হয়েছে, এ নেশাদ্রব্য টেম্পুর সিটে পুরে পাচার করা হচ্ছিল।
শুক্রবার রাতে র্যাব ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ অভিযানে সদর উপজেলার তেলিপাড়া ট্রাক স্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে এই গাঁজা আটক করা হয়।
ওই টেম্পু থেকে তিনজনকে আটক করা হয়েছে বলেও জানিয়েছেন গাজীপুর মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক দেওয়ান মো. জিল্লুর রহমান।
আটক তিনজন হলেন- ব্রাহ্মণবাড়িয়ার কসবা সদর থানার মো. কামাল উদ্দিন (৪৮), একই এলাকার মামুন মিয়া (২৬) এবং ওই থানার লক্ষ্মীপুর গ্রামের মো. আউয়াল মিয়া (২৭)।
জিল্লুর রহমান এবিসি নিউজ বিডিকে বলেন, নম্বরপ্লেটবিহীন ওই টেম্পুর পেছনের দুই আসনের ভেতর থেকে ১৬ কেজি এবং চালকের আসনের ভেতর থেকে ৯ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
“গাঁজা ভেতরে দিয়ে রেকসিনে মুড়িয়ে ওই টেম্পুর সিটগুলো তৈরি করা হয়েছিল।”
কসবা থেকে ওই গাঁজা আনা হয়েছিল বলে জানান মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তা।