কুষ্টিয়ায় বন্দুকযুদ্ধে চরমপন্থী নেতা নিহত

kustia fire weapon ammo কুষ্টিয়া বন্দুকযুদ্ধ অস্ত্র গুলিরিপোর্টার, এবিসি নিউজ বিডি, কুষ্টিয়াঃ কুষ্টিয়ার খোকসায় গোয়েন্দা পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে এক চরমপন্থী নেতা নিহত হয়েছেন।

রোববার ভোর ৪টার দিকে উপজেলার উথুলী সেতুর কাছে এই গোলাগুলির এ ঘটনা ঘটে।

পুলিশ বলছে, নিহত ফজলুর রহমান ফজলু চরমপন্থী সংগঠন গণমুক্তি ফৌজের নেতা ও ফজলু বাহিনী প্রধান।

ঘটনাস্থল থেকে একটি নাইন এমএম পিস্তল, একটি রিভলবার, একটি পাইপগান, দুটি এলজি, একটি চাপাতি, একটি রামদা ও গুলি উদ্ধার করার কথা জানিয়েছে পুলিশ।

কুষ্টিয়ার পুলিশ সুপার মফিজ উদ্দিন আহম্মেদ জানান, উথুলী সেতুর কাছে চরমপন্থীদের বৈঠকের খবর পেয়ে গোয়েন্দা পুলিশের একটি দল ভোর ৪টার দিকে সেখানে অভিযান চালায়। এ সময় চরমপন্থীরা পুলিশের উপস্থিতি টের পেয়ে গুলি ছুড়তে শুরু করে। পুলিশও পাল্টা গুলি চালালে শুরু হয় বন্দুকযুদ্ধ।

“এক পর্যায়ে চরমপন্থী নেতা ফজলু গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যায়। অন্যরা পালিয়ে গেলে পুলিশ অস্ত্র ও গুলি উদ্ধার করে।”

পুলিশ সুপার মফিজ উদ্দিন জানান, নিহত ফজলুর বিরুদ্ধে খোকসা আমবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম হত্যাসহ বিভিন্ন অভিযোগে একাধিক মামলা রয়েছে। সে দীর্ঘদিন ধরে নিজের নামে বাহিনী গঠন করে খুন ডাকাতিসহ বিভিন্ন অপরাধ ঘটিয়ে আসছিল।

ফজলুর বাবার নাম ফয়েজ উদ্দিন, বাড়ি কুমারখালীর যদুবয়রা ইউনিয়নে।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ