একাডেমী এখন থেকে একাডেমি

bangla academy বাংলা একাডেমিরিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ রাষ্ট্রপতি আবদুল হামিদ বিলে সই করায় বদলে যাচ্ছে ‘বাংলা একাডেমী’ বানান।

এখন থেকে এ প্রতিষ্ঠান পরিচিত হবে ‘বাংলা একাডেমি’ বানানে।

গত ১৫ সেপ্টেম্বর জাতীয় সংসদে ‘বাংলা একাডেমি বিল-২০১৩’ পাস হওয়ার পর রাষ্ট্রপতি রোববার বিকালে এই বিলে সই করেন বলে সংসদ সচিবালয়ের গণ-সংযোগ শাখা জানায়।

বাংলা একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান এবিসি নিউজ বিডিকে বলেন, “বানানরীতি অনুযায়ী ‘একাডেমী’ শব্দটি এসেছে বিদেশি শব্দ থেকে। এটি কোনো তৎসম শব্দ নয়। তাই এর বানান পরিবর্তন করে ‘একাডেমি’ করা হয়েছে। আমাদের এবং কলকাতা বিশ্ববিদ্যালয়ের বানানরীতি অনুযায়ী ‘মি’ লেখা উচিৎ।”

তিনি জানান, আইনটি প্রণয়নের আগে কমিটি করে বিষয়টি পর্যালোচনা করা হয়েছে। তার ভিত্তিতেই বানান পরিবর্তন।

রাষ্ট্রপতির স্বাক্ষরের পর আইনটি এখন গেজেট আকারে প্রকাশ করা হবে। নিয়ম অনুযায়ী গেজেট হওয়ার পরই সংসদে পাস হওয়া কোনো বিল আইন হিসেবে কার্যকারিতা পায়।

এতোদিন রাষ্ট্রপতির অধ্যাদেশ অনুযায়ী বাংলা একাডেমী চলত, যা ছিল ইংরেজিতে।

ভাষাবিদ ড. মুহাম্মদ শহীদুল্লাহর ব্যক্তিগত উদ্যোগেই বাংলা একাডেমী প্রতিষ্ঠিত হয়। ১৯৫৭ সালে প্রথম ও বাংলাদেশ স্বাধীন হওয়ার পর দ্বিতীয়বার প্রণীত আইন দিয়ে একাডেমীর কার্যক্রম পরিচালিত হতে থাকে।

এবার সংসদে পাস হওয়া বিলের মাধ্যমে বাংলা একাডেমীর কাজের পরিধিও বাড়ানো হয়েছে।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ