সিলেটের উন্নয়নে সেনাবাহিনীর অংশগ্রহন চেয়েছেন মেয়র আরিফুল হক
রিপোর্টার, এবিসি নিউজ বিদি, ঢাকাঃ জলাবদ্ধতা নিরশনসহ সিলেটের উন্নয়নে সেনাবাহিনীর অংশগ্রহন চেয়েছেন সিলেটের নব-নির্বাচিত মেয়র আরিফুল হক চৌধুরী।
দুপুরে সচিবালয়ে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সঙ্গে সিলেটের নানা সমস্যা নিয়ে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন।
মেয়র বলেন, ঢাকার হাতিরঝিলের মত দৃষ্টি নন্দন প্রকল্প বাস্তববায়ন করেছে সেনাবাহিনী। তাই আমি সিলেটবাসীর পক্ষ থেকে চাই সেনাবাহিনী সিলেটের উন্নয়নে অংশগ্রহন করুক। তাদের সহযোগিতা নিয়ে সিলেটকে নতুন করে সাজাতে চাই। যানজটসহ সকল সমস্যা দুর করতে চাই।
মেয়র আরিফুল হক চৌধুরী সিলেটে মহানগরীতে পানি সরবরাহ প্রকল্প একনেকে অনুমোদিত হওয়ায় তিনি অর্থমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে বলেন, সিলেট মহানগরীতে পানির সমস্যা দীর্ঘ দিনের। এখন এই সমস্যা আর থাকবে না।
উল্লেখ্য, সিলেটে মহানগরীতে পানি সরবরাহের রিভাইজড প্রকল্পের জন্য জাতীয় অর্থনীতি পরিষদের নির্বাহী কমিটি (একনেক) ৪৬ কোটি টাকা ছাড় দিয়েছে।