নিউ ইয়র্কে প্রধানমন্ত্রী
রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্ক পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বিমানবন্দরে শেখ হাসিনাকে স্বাগত জানাতে আওয়ামী লীগের প্রবাসী বিপুল সংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন। অন্যদিকে কালো পতাকা নিয়ে ছিলেন বিরোধী দলের নেতা-কর্মীরা।
প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানটি স্থানীয় সময় সকাল সোয়া ৯টায় জন এফ কেনেডি বিমানবন্দরে পৌঁছায়।
শেখ হাসিনা বিমান বন্দর থেকে সরাসরি গ্র্যান্ড হায়াত হোটেলে গেছেন। এই সফরে এই হোটেলেই থাকছেন তিনি।
বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি, জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি এ কে এ মোমেন ও যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত আকরামুল কাদের।
প্রধানমন্ত্রী পৌঁছানোর কয়েক ঘণ্টা আগে থেকে প্রবাসী আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগের নেতা-কর্মী-সমর্থকরা ব্যানার-ফেস্টুন নিয়ে বিমান বন্দরে জড়ো হন।
অন্যদিকে কালো পতাকা নিয়ে জড়ো হন বিএনপিসহ বিরোধী দলের নেতা-কর্মী-সমর্থকরা। তাদের হাতে ছিল কালো পতাকা।
বিমানবন্দরের বাইরে পুলিশি বেষ্টনির মধ্যে দুই পক্ষই কর্মসূচি পালন করে।
১৩৪ জন সফরসঙ্গী নিয়ে রোববার রাতে নিউ ইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়েন প্রধানমন্ত্রী। আগামী ৩০ সেপ্টেম্বর তার ঢাকায় ফেরার কথা রয়েছে।
প্রধানমন্ত্রী আগামী শুক্রবার জাতিসংঘের সাধারণ পরিষদের ৬৮তম অধিবেশনে বক্তব্য দেবেন।
এই সফরে ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং, কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানী, চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই-এর সঙ্গে বৈঠক করবেন তিনি।
এছাড়া জাতিসংঘের মহাসচিব বান কি মুন ও কমনওয়েলথের মহাসচিব কমলেশ শর্মার সঙ্গেও তার বৈঠকের কর্মসূচি রয়েছে।
এর বাইরে বেশ কয়েকটি আলোচনা সভায় যোগ দেবেন শেখ হাসিনা।
রাজনীতিক, প্রশাসনিক কর্মকর্তা ছাড়াও এফবিসিসিআই সভাপতি কাজী আকরাম উদ্দিন আহমদের নেতৃত্বে ৪১ সদস্যের একটি প্রতিনিধি দলও প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসাবে রয়েছেন।