মির্জা ফখরুল ফের আটক

সোমবার সন্ধ্যা সোয়া ছয়টায় নয়া পল্টনের বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে তাকে আটক করা হয়। এসময় আরো দশজন নেতাকর্মীকেও আটক করা হয়েছে।
সোমবার বিকেলে নয়াপল্টনে ১৮ দলীয় জোটের সমাবেশে কয়েকটি ককটেল বিস্ফোরণ হয়। এর পরেই মির্জা ফখরুল আগামীকাল হরতাল কর্মসূচি ঘোষনা করেন। ঘোষনার পর পরই সমাবেশে পুলিশি অ্যাকশন শুরু হয়। একপর্যায়ে বিএনপি অফিসে ঢুকে পড়ে পুলিশ।
সন্ধ্যা ছয়টার দিকে ২০/৩০ জন পুলিশের একটি দল কেন্দ্রীয় কার্যালয়ে প্রবেশের পর নেতাকর্মীদের সঙ্গে ধ্বস্তাধ্বস্তি শুরু হয়। একে একে নেতাকর্মীদের আটক করতে থাকে তারা।
আটকের সময় মির্জা ফখরুল সাংবাদিকদের বলেন, “আমি হাইকোর্টের বেইলে আছি। এ অবস্থায় আমাকে নিয়ে যাওয়া হচ্ছে। আমি জানি না কেন তারা এটা করছে।”
এ ব্যাপারে পুলিশের এক উর্ধতন কর্মকর্তাকে মির্জা ফখরুলকে কেন আটক করা হয়েছে এমন প্রশ্ন করলে উত্তর দিতে অস্বীকৃতি জানান তিনি।
নিউজএক্সপ্রেসবিডি/টিএইচএস