সিলেটে পুলিশের উপর শিবিরের হামলা
রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ সিলেট নগরীতে ঝটিকা মিছিল শেষে পুলিশের উপর হামলা ও অন্তত ২০টি গাড়ি ভাংচুর করেছে জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্র শিবিরের নেতাকর্মীরা।
সোমবার সকাল ১০টায় বন্দরবাজারে এ হামলা চালানো হয় বলে পুলিশ জানিয়েছে।
দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচির অংশ হিসেবে সকালে দলের নেতাকর্মীরা ঝটিকা মিছিল বের করে।
কোতোয়ালি থানার ওসি আকতার হোসেন জানান, সকালে বন্দরবাজার এলাকায় হঠাৎ ঝটিকা মিছিল বের করে জামায়াত-শিবির। এ সময় সিটি কর্পোরেশনের আবর্জনাবাহী একটি গাড়িসহ অন্তত ২০টি গাড়ি ভাংচুর করে মিছিলকারীরা।
শাহপরান থানার এএসআই হুমায়ুন কবির মোটরসাইকেলে ওই সড়ক দিয়ে যাওয়ার সময় তার উপর চড়াও হয় শিবিরকর্মীরা।
এ সময় তারা তার ব্যবহৃত মোটরসাইকেল ভাংচুর করে তার বুলেট প্রুফ জেকেট ও হেলমেট ড্রেনে ফেলে দেয় হামলাকারীরা, বলেন ওসি।
পরে পুলিশ ঘটনাস্থলে আসার আগেই পালিয়ে যায় জামায়াত-শিবির নেতাকর্মীরা।
রোববার রাত থেকে সোমবার সকাল পর্যন্ত অভিযান চালিয়ে নগরীর বিভিন্ন স্থান থেকে ১৬ জাময়াত-শিবিরকর্মীকে আটক করেছে পুলিশ।
মহানগর পুলিশের সহকারী উপ-কমিশনার মো. আইয়ুব জানান, কোতোয়ালি থানায় ১১ জন, জালালাবাদে তিনজন, দক্ষিণ সুরমায় একজন ও শাহপরাণ থানায় একজনকে আটক করা হয়েছে।