স্বাস্থ্যে ৫ সহস্রাধিক নিয়োগ স্থগিত

High-Court-sm20130120092335রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ স্বাস্থ্য মন্ত্রণালয়ের দুই অধিদপ্তরের তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারীর ৫ সহস্রাধিক পদে নিয়োগ স্থগিত করেছে হাই কোর্ট।

দুটি পৃথক রিট আবেদনের প্রাথমিক শুনানি করে সোমবার বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি একেএম জহিরুল হকের বেঞ্চ তিন মাসের জন্য এই আদেশ দেয়।

৯১৫ জনের বিপরীতে স্বাস্থ্য অধিদপ্তর গত বছরের ২২ নভেম্বর দৈনিক ইত্তেফাকে বিজ্ঞপ্তি প্রকাশ করে। পরে পরিবার পরিকল্পনা অধিদপ্তর ২০১৩ সালের ২১ মার্চ ৪ হাজার ২৯৪ জনকে নিয়োগে ওয়েবসাইটে বিজ্ঞপ্তি প্রকাশ করে।

উভয় নিয়োগ প্রক্রিয়া প্রায় চূড়ান্ত পর্যায়ে পৌঁছে যাওয়ার সময়ে আদালতের এই স্থগিতাদেশ এল।

এজন্য রিট আবেদন দুটি করেন সুপ্রিম কোর্টের আইনজীবী আফতাব উদ্দিন সিদ্দিকী এবং দুই নিয়োগ প্রার্থী তরিকুল ইসলাম ও আব্দুল্লাহিল মাহবুব।

আদালত উভয় নিয়োগ স্থগিতের পাশপাশি সংশ্লিষ্ট দুই বিজ্ঞাপনের মাধ্যমে গৃহিত নিয়োগের প্রক্রিয়া কেন অবৈধ বলে বাতিল হবে না, তার কারণ জানতে চেয়েছে।

স্বাস্থ্য সচিব, জনপ্রশাসন সচিব, স্বাস্থ্য অধিদপ্তর ও পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালকসহ সাতজনকে এই রুলের জবাব দিতে বলা হয়েছে।

আদালতে আবেদনকারী পক্ষে শুনানি করেন আব্দুল বাসেত মজুমদার ও এএম আমিন উদ্দিন।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ