রাজধানীতে পুলিশের ওপর শিবিরের হামলা
রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ রাজধানীর এলিফেন্ট রোডে শিবির কর্মীদের হামলায় দুই পুলিশ সদস্য আহত হয়েছেন।
ঢাকা মহানগর পুলিশের ধানমন্ডি জোনের পরিদর্শক (পেট্রোল) সাজ্জাদুর রহমান জানান, সোমবার বেলা সোয়া ২টার দিকে এলিফেন্ট রোডের ইস্টার্ন মল্লিকার পাশের গলি থেকে বের হয়ে ২০-২৫ জন শিবির কর্মী মিছিলের চেষ্টা করে।
“এ সময় তারা এস আই আবদুল হালিম খান ও আরেক পুলিশ সদস্যের সামনে পড়ে গেলে ও তাদের ওপর হামলা চালায় এবং মারধর করে।”
বাটা সিগন্যাল ও সায়েন্স ল্যাব মোড় থেকে অন্য পুলিশ সদস্যরা এগিয়ে এলে শিবির কর্মীরা দ্রুত আশেপাশের গালিতে সরে যায়।
এ সময় বিভিন্ন গলি থেকে তিনজনে আটক করা হয় বলে সাজ্জাদুর রহমান জানান।
দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচির অংশ হিসেবে সকালে রাজশাহী ও সিলেটেও পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ায় শিবির কর্মীরা।
সিলেটে শিবিরের ঝটিকা মিছিল থেকে পুলিশের ওপর হামলা চালানোর পাশাপাশি অন্তত ২০টি গাড়ি ভাংচুর করা হয়। রাজশাহীতে সংঘর্ষে আহত হন তিন পুলিশসহ অন্তত ১০ জন।