জনগণের চাপে আমাদের মুক্তি দিতে বাধ্য হয়েছে সরকার

17_March_News_6ঢাকা: বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, “জনগণের চাপের মুখে সরকার আমাদের ছেড়ে দিতে বাধ্য হয়েছে। আমাদের অন্য নেতাদের না ছাড়লে এবং তাদের নামে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার না করলে কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।”

মঙ্গলবার বেলা সোয়া একটার দিকে দলের কেন্দ্রীয় কার্যালয়ে মুক্ত হওয়ার পর এক সংবাদ সম্মেলনে ফখরুল এসব কথা বলেন।

১৮ ও ১৯ মার্চের হরতাল প্রত্যাহার করা হবে কিনা-সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ফখরুল বলেন, “হরতালের বিষয়টি সিদ্ধান্ত নেবে দলের স্থায়ী কমিটি। তবে নেতাদের মুক্তি না দিলে এবং তাদের নামে ‘মিথ্যা’ মামলা প্রত্যাহার না করলে আন্দোলন আরো তীব্র করা হবে।”

সারা দেশে মঙ্গলবার সর্বাত্মক হরতাল পালিত হচ্ছে বলেও দাবি করেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব।

এর আগে বিএনপির আটক নেতাদের মধ্যে ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, দলের সহ-সভাপতি আলতাফ হোসেন ও সাদেক হোসেন খোকাকে ছেড়ে দেয় পুলিশ। সোমবার রাতে তাদের দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে আটক করা হয়। অন্য নেতাদের নামে দুটি মামলা দিয়েছে পুলিশ।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ