পোশাকখাতে কোন অস্থিরতা নেই

সিনিয়র রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ তৈরি পোশাক খাতে কোনো অস্থিরতা নেই দাবি করে স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান

আলমগীর বলেছেন, এ খাতে বিশৃঙ্খলার মত মাত্র দু একটি ঘটনা ঘটছে।

বুধবার সচিবালয়ে আসন্ন ঈদুল আযহা ও দুর্গ পুজা উপলক্ষে আইন শৃঙ্খলা সম্পর্কিত আন্তমন্ত্রণালয় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

দেশের প্রধান দুটি ধর্মীয় উৎসব ঈদুল আযহা ও দূর্গা পুজা উপলক্ষে আয়োজিত এই বৈঠকে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন কর্মকান্ড নির্ধারণ বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

‘বৃহৎ ধর্মীয় উৎসব দুটিকে কেন্দ্র করে কোনো প্রকার নাশকতার আশঙ্কা আছে কি না’ এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, নাশকতার কোনো আশঙ্কা নেই। বাংলাদেশ অসাম্প্রদায়িক দেশ। এখানে সাম্প্রদায়িকতার কোনো স্থান নেই।

মহীউদ্দীন খান আলমগীর জানান, আন্ত:মন্ত্রণালয়ের এই বৈঠকে ঈদকে সামনে রেখে যাতে কোরবানীর পশুর চামড়া পাচার না হয়, সেজন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়াও পাচাররোধ এবং পূজামন্ডপগুলোতে শৃঙ্খলা রক্ষায় সারাদেশে মনিটরিং সেল খোলার ব্যাপারেও সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

দেশের মানুষ যাতে শান্তিতে ঈদুল আযহা ও দূর্গা পুজা পালন করতে পারে তা নিশ্চিত করতে সরকার সর্বোচ্চ সতর্ক রয়েছে বলেও সাংবাদিকদের জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ