আবারো আদিলের জামিন নাকচ

Adilur আদিল মানবতারিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ জজ আদালতের পর সাইবার ক্রাইম ট্রাইব্যুনালেও নাকচ হয়েছে মানবাধিকার সংগঠন অধিকারের সেক্রেটারি আদিলুর রহমান খান শুভ্রের জামিন আবেদন।

বুধবার শুনানি শেষে এ ট্রাইব্যুনালের বিচারক একেএম শামসুল আলম জামিন আবেদন নাকচ করে দেন।

জামিন শুনানির জন্য আদিলকে সকালেই আদালতে হাজির করা হয়।

মতিঝিলে হেফাজতবিরোধী অভিযান নিয়ে তথ্যবিকৃতির অভিযোগে তথ্য প্রযুক্তি আইনে দায়ের করা এ মামলার আরেক আসামি অধিকারের পরিচালক নাসিরুদ্দিন এলানকে গ্রেপ্তার করা গেল কি- না তা ২১  অক্টোবরের মধ্যে জানাতে বলেছে ট্রাইব্যুনাল।

আদিলের পক্ষে জামিন আবেদনের শুনানি করেন তার আইনজীবী আসাদুজ্জামান। রাষ্ট্রপক্ষে ছিলেন দুদকের কবীর হোসেন।

এর আগে গত ৯ সেপ্টেম্বর ঢাকার মহানগর দায়রা জজ আদালতেও আদিলের জামিন আবেদন নাকচ হয়ে যায়।

গত ৫ মে রাজধানীর মতিঝিলে হেফাজতে ইসলামী কর্মীদের তাণ্ডবের পর শাপলা চত্বর থেকে তাদের সরিয়ে দিতে আইনশৃঙ্খলা বাহিনী যে অভিযান চালায়, তাতে ৬১ জন নিহত হয় বলে ডানপন্থীদের সমর্থনপুষ্ট অধিকারের এক প্রতিবেদনে উল্লেখ করা হয়।

অধিকারের কাছে ‘নিহত’ ৬১ জনের নাম পরিচয় চেয়ে সরকারের পক্ষ থেকে চিঠি দেয়া হলেও অধিকার তথ্য দিতে অস্বীকার করে।

এরপর গত ১০ অগাস্ট আদিলকে গ্রেপ্তার করা হয়, যিনি বিএনপি-জামায়াত জোট সরকার আমলে ডেপুটি অ্যাটর্নি জেনারেল ছিলেন।

আদিলকে আটকের পর তাকে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখানো হয়। এরপর গত ৪ সেপ্টেম্বর  আদিল ও অধিকারের পরিচালক নাসিরুদ্দিন এলানের বিরুদ্ধে তথ্য প্রযুক্তি আইনে আদালতে সুনির্দিষ্ট অভিযোগ দাখিল করে গোয়েন্দা পুলিশ।

সাইবার ক্রাইম ট্রাইব্যুনালের বিচারক একেএম শামসুল আলম গত ১২ সেপ্টেম্বর মামলাটি আমলে নেন এবং পলাতক এলানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দেন।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ