বিদ্যুতের দাবিতে চট্টগ্রামে মহাসড়ক অবরোধ

Ctg oborod electricity চট্টগ্রাম অবরোধ বিদ্যুৎরিপোর্টার, এবিসি নিউজ বিডি, চট্টগ্রামঃ বিদ্যুতের দাবিতে চট্টগ্রামের মিরসরাই এলাকায় প্রায় এক ঘণ্টা ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ দেখিয়েছেন স্থানীয় ব্যবসায়ীরা।

বুধবার সকাল সোয়া ১০টার দিকে উপজেলার জোরারগঞ্জ থানাধীন বারৈয়ারহাট অংশের বড় বাজারে এই অবরোধের ফলে মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় বলে প্রত্যক্ষদর্শীরা জানান।

অবরোধে অংশ নেয়া ব্যবসায়ী শফিকুর রহমান এবিসি নিউজ বিডিকে জানান, “গতকাল (মঙ্গলবার) ২৪ ঘণ্টায় মাত্র তিন ঘণ্টা বিদ্যুৎ পেয়েছি। আজ সকাল থেকে দুপুর ১২টা পর্যন্ত বিদ্যুৎ পাইনি।”

অবরোধ চলাকালে ব্যবসায়ীরা বারৈয়ারহাট বিদ্যুৎ কার্যালয়ও ঘেরাও করেন।

প্রায় এক ঘণ্টা সড়ক অবরোধের পর বারৈয়ারহাট পৌর মেয়র তাহের ভুঁইয়ার আশ্বাসের প্রেক্ষিতে ব্যবসায়ীরা অবরোধ তুলে নেন।

এরপর বেলা সোয়া ১১টার দিকে মহাসড়কে যান চলাচল আবার শুরু হয় বলে জোরারগঞ্জ থানার উপ-পরিদর্শক নাজমুল হোসেন জানান।

তিনি বলেন, “ব্যবসায়ীরা বিদ্যুতের দাবিতে বিক্ষোভ করে চলে গেছেন। এখন যান চলাচল স্বাভাবিক হয়ে আসছে।”

বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) বলছে, জ্বালানির অভাবে বিদ্যুৎ উৎপাদন কমে যাওয়ায় হঠাৎ করেই লোডশেডিং বেড়ে গেছে।

পিডিবির হিসাবে, মঙ্গলবার সারাদেশে ৬৭৫০ মেগাওয়াট চাহিদার বিপরীতে উৎপাদন পূর্বাভাস দেয়া হয়েছিল ৫৭৪০ মেগাওয়াট। ঘাটতি ৯১০ মেগাওয়াটের চাহিদা সামাল দেয়া হচ্ছে লোড ব্যবস্থাপনার মাধ্যমে।

আগের দিন সোমবারও ঘাটতি ছিল ৯৩০ মেগাওয়াট বিদ্যুৎ।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ