পোশাকখাতে অস্থিরতা নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রনালয়ে বৈঠকে তিন সিদ্ধান্ত

20121009-mka-460সিনিয়র রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ পোশাক শিল্পের চলমান অস্থিরতা নিরসনে তিন দফা সিদ্ধান্ত নিয়েছে সরকার। বুধবার রাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এক জরুরি বৈঠকে এই তিন দফা সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর সাংবাদিকদের এ সিদ্ধান্তের কথা জানান।

মন্ত্রী বলেন, আজকের এ জরুরি বৈঠকে মালিক ও শ্রমিকদের নেতারা আমাদের বর্তমান পরিস্থিতি সম্পর্কে জানিয়েছেন। সবকিছু পর্যালোচনা করে আমরা তিনটি সিদ্ধান্তে উপনীত হয়েছি।

এরমধ্যে প্রথমত তৈরি পোশাক শিল্প জাতীয় সম্পদ এটি লাভবান হলে জাতি লাভবান হবে। তাই এর বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র বলে বিবেচিত হবে।

দ্বিতীয়ত এ শিল্পের শ্রমিকদের মজুরি নির্ধারণে একটি বোর্ড রয়েছে। তারা আগামী নভেম্বরে রোয়েদাদ ঘোষণা করবে তাই এর আগে কোনো প্রকার আন্দোলন বা বিক্ষোভ বা প্রতিবাদ হলে তা জাতীয় স্বার্থের বিরুদ্ধে বলে বিবেচিত হবে।

এছাড়া তৃতীয় সিদ্ধান্ত হিসেবে মন্ত্রী জানান, এটি যেহেতু জাতীয় সমস্যা তাই বহিরাগত কোনো পক্ষ অস্থিরতা সৃষ্টির অপচেষ্টা করলে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের প্রতিহত করবে। আমরা তাদের নির্দেশ দিয়ে রেখেছি।

এদিকে সকালে এক সভা শেষে পোশাক শিল্পে কোনো অস্থিরতা নেই বলে বলেছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী। ‘বিকেলের এ জরুরি সভা তার পূর্বের দেওয়া বক্তব্যকে মিথ্যা প্রমান করে কি না’ এমন প্রশ্নে তিনি বলেন, এ বিষয়ে সুস্পষ্টভাবে বলতে চাই, আমি সকালেও বলেছি, দুয়েকটি যায়গায় বিশৃঙ্খলা হয়েছে। এতে সার্বিকভাবে বিশ্লেষণ করার কোনো কারন নেই।

এর আগে শ্রম মন্ত্রণালয়ের এক জরুরি বৈঠকে অংশ নেন সরকারপন্থী ৭০টি শ্রমিক সংগঠনের নেতারা। তবে সেখানে সংকট নিয়ে আলোচনা হলেও মূলত সিদ্ধান্ত আসে স্বরাষ্ট্রমন্ত্রণালয় থেকে। তবে বৈঠকে যোগ দেওয়া মালিক ও শ্রমিক নেতাদের অনেকেই ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন বৈঠকের পর।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ