ধ্বংস হলে হব তবু গোলামী নয়
রিপোর্টার, এবিসি নিউজ বিডি, সিলেটঃ আগামী নির্বাচন এককভাবে করার কথা বলে আসা জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ ওই সিদ্ধান্তে অটল থাকার কথা জানিয়েছেন।
বুধবার সিলেটে দলের এক সভায় তিনি বলেছেন, “একা নির্বাচন করে জিতলে ক্ষমতায় যাব, হারলে হারব- ধ্বংস হয়ে যাব। তবু কারো গোলামী করব না।”
মহাজোটের না থাকার পক্ষে নিজের অবস্থান ব্যাখ্যা করে এরশাদ বলেন, “যারা দেশে আস্তিক ও নাস্তিক বিভাজন সৃষ্টি করে, তাদের সঙ্গে নির্বাচন করা উচিত হবে না। করলে জনগণের কাছে দালাল হিসেবে চিহ্নিত হব।”
একথা বলার সঙ্গে আবার জাতীয় পার্টির আলাদাভাবে নির্বাচনে অংশ নেয়ার সিদ্ধান্তের দায় মহাজোটের বৃহত্তম শরিক আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার ওপর দিয়েছেন তিনি।
“প্রধানমন্ত্রী আওয়ামী লীগে ভোট চাইছেন। তিনি মহাজোটে ভোট দেয়ার কথা বলছেন না। তাই আমিও মহাজোটে নেই। আমি বলছি লাঙ্গলে ভোট দিন।”
গত নির্বাচনে জয়ী মহাজোটের অন্যতম শরিক জাতীয় পার্টির চেয়ারম্যান গত প্রায় এক বছর ধরে জোট ছাড়ার কথা বলে আসছেন। তবে সেইসঙ্গে তিনি বলেছেন, ‘সময়’ হলেই আনুষ্ঠানিক ঘোষণা দেবেন তিনি।
দেশের বর্তমান রাজনৈতিক অবস্থা নিয়ে অসন্তুষ্ট সাবেক রাষ্ট্রপতি এরশাদ বলেন, “দেশ এখন অনিশ্চয়তার দিকে এগোচ্ছে।
“প্রধানমন্ত্রী বলছেন, আসন্ন নির্বাচন সুষ্ঠু হবে। কিন্তু যেখানে দেশে গণতন্ত্র নেই, সেখানে কিভাবে নির্বাচন হবে? আগামী নির্বাচন কিভাবে হবে, কারা অংশগ্রহণ করবে, সবকিছুই অনিশ্চিত।”
নির্দলীয় সরকার প্রতিষ্ঠা না হলে আগামী নির্বাচন বয়কটের হুমকি দিয়েছে প্রধান বিরোধী দল বিএনপি। এরশাদ ইতোমধ্যে বলেছেন, বিএনপি নির্বাচনে না এলে তারাও নির্বাচনে যাবে না।
বিকালে সিলেট রেজিস্ট্রারি মাঠে জেলা জাতীয় পার্টির দ্বিবার্ষিক সম্মেলনের ওই সভায় এরশাদ বলেন, সব দল নির্বাচনে অংশ করলেই গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে।
আওয়ামী লীগ ও বিএনপির ওপর জনগণ আস্থা হারিয়েছে দাবি করে তিনি জনগণের উদ্দেশে বলেন, “দুঃশাসন থেকে বাঁচতে হলে পরিবর্তন আনতে হবে। জাতীয় পার্টিকে ভোট দিন, স্বর্ণযুগ ফিরিয়ে আনব।”
সিলেট জেলা জাতীয় পার্টির সভাপতি সেলিম উদ্দিনের সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন দলের মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার, সভাপতিমণ্ডলীর সদস্য কাজী ফিরোজ রশিদ, আতিকুর রহমান আতিক প্রমুখ।