হরতালে সারাদেশে ভাঙচুর, অগ্নিসংযোগ
ঢাকা: বিক্ষিপ্ত ভাঙচুর, অগ্নিসংযোগ ও সংঘর্ষের মধ্যদিয়ে সারা দেশে ১৮ দলীয় জোটের ডাকা সকাল-সন্ধ্যা হরতাল পালিত হচ্ছে। মঙ্গলবার দুপুর পর্যন্ত দেশের কোথাও বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
হরতালে রাজধানীর কয়েকটি জায়গায় ককটেল বিস্ফোরণ, ভাঙচুর এবং অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় একজন আহত হয়েছেন। আর বিভিন্ন এলাকা থেকে কমপক্ষে ১৮ জনকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার সকালে মিরপুর বাংলা কলেজের সামনে ঝটিকা মিছিল বের করে শিবির নেতাকর্মীরা। মিরপুর-১ এ ছাত্রদলেরও একটি মিছিল বের করতে দেখা যায়। মিরপুরের বিভিন্ন জায়গায় ককটেল বিস্ফোরণ ও গাড়ি ভাঙচুর করে হরতাল সমর্থকরা। আর মিরপুর দুয়ারিপাড়ায় একটি প্রাইভেটকারে আগুন দেয়।
যাত্রাবাড়ীর দনিয়ায় সকালে জামায়াত-শিবির একটি মিছিল বের করে। ওই এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটে।
এছাড়া সকালে আরামবাগে একটি মিছিল বের করে হরতাল সমর্থকরা। এ সময় মিছিল থেকে ককটেল বিস্ফোরণ করা হয়। ফকিরাপুল থেকে শিবিরের একটি মিছিল বের করতে দেখা যায়। আর শিল্পকলার সামনে সিএনজি অটোরিকসা ভাঙচুর ও সায়দাবাদ পুলিশফাঁড়ির সামনে বাসে আগুন দেয় হরতাল সমর্থকরা।
এদিকে, বিএনপি কার্যালয় সুনসান রয়েছে। অধিকাংশ শীর্ষ নেতা আটক হওয়ায় হরতালে কড়া নিরাপত্তার মধ্যে নয়াপল্টনে বিএনপি কার্যালয় এলাকা অনেকটাই শান্ত রয়েছে। আর কার্যালয়ের সামনে ও আশপাশের এলাকায় বরাবরের মতো অবস্থান নিয়েছে পুলিশ ও র্যারব।
হরতাল চলাকালে বিএনপির কার্যালয়ের ভেতরে অবস্থান করছেন দলের স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, যুগ্ম মহাসচিব সালাহউদ্দিনসহ কয়েকজন কেন্দ্রীয় নেতা। ব্যারিস্টার রফিকুল দাবি করেছেন, হরতাল চমৎকারভাবে পালিত হচ্ছে।
স্বতঃস্ফূর্তভাবে হরতাল চলছে— দাবি করে বিএনপির যুগ্ম মহাসচিব সালাউদ্দিন আহমেদ সাংবাদিকদের বলেন, “গণতন্ত্র রক্ষায় যে আন্দোলন চলছে তা অব্যহত থাকবে। আর কোনো সংলাপ নয়, রাজপথেই সবকিছুর সমাধান হবে।”
এদিকে ঢাকার বাইরে সিরাজগঞ্জ, কুমিল্লা, বরিশাল, পঞ্চগড়সহ কয়েকটি জেলায় বিক্ষিপ্ত সংঘর্ষের খবর পাওয়া গেছে। সিরাজগঞ্জে বিএনপি-পুলিশ সংঘর্ষে পুলিশসহ ১০ জন আহত হয়েছেন।
উল্লেখ্য, সোমবার বিক্ষোভ সমাবেশে ককটেল বিস্ফোরণের পর মঙ্গলবার সারা দেশে সকাল-সন্ধ্যা হরতালের ঘোষণা দেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে অভিযান চালিয়ে দলের শীর্ষ নেতাসহ অর্ধশতাধিক নেতাকর্মীকে আটক করে পুলিশ।