ঢাবির সিনেট নির্বাচনে ভোটার তালিকা কেন অবৈধ নয়: হাইকোর্ট

DU dhaka University ঢাকা বিশ্ববিদ্যালয়রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট নির্বাচনে  ২৫ জন প্রতিনিধি নির্বাচনের প্রস্তুতকৃত ভোটার তালিকা কেন অবৈধ হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। পাশাপাশি ১৪ ও ২১ সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য নির্বাচন কেন অবৈধ ঘোষনা করা হবেনা তাও জানতে চেয়েছেন হাইকোর্ট।

বৃহস্পতিবার বিচারপতি নাঈমা হায়দার ও জাফর আহমেদের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

গত ৮ সেপ্টেম্বর সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখায় সিনেট নির্বাচনে প্রতিদ্বন্ধিতাকারী ড.আসাদুজ্জামান হিরন ও জসিম উদ্দিন সরকারের পক্ষে রিট দায়ের করেন ব্যারিস্টার বেলায়েত হোসেন।

আজ আদালতে রিটকারীর পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী ব্যারিস্টার মওদুদ আহমদ। অপরদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।

রিটে বিবাদী করা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, সিনেট ও বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারকে। আগামী ১০ দিনের মধ্যে এ রুলের জবাব দিতে বলা হয়েছে।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ