পাবনায় যৌতুকের দাবিতে স্ত্রীকে হত্যার অভিযোগ

pabna পাবনারিপোর্টার, এবিসি নিউজ বিডি, পাবনাঃ পাবনার চাটমোহরে যৌতুক না পেয়ে স্ত্রীকে হত্যার অভিযোগে একটি মামলা হয়েছে।

বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার হরিপুর দিয়ারপাড়া গ্রামে এই হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে নিহতের শাশুড়ী ছেবারন খাতুনকে (৫০) গ্রেপ্তার করেছে পুলিশ।

নিহত নাছিমা খাতুন (২৮) দিয়ারপাড়া (স্কুলপাড়া) গ্রামের সিফাত হোসেনের স্ত্রী এবং নাটোরের বড়াইগ্রাম উপজেলার জোনাইল ইউনিয়নের ভিটে গ্রামের আরশেদ আলীর মেয়ে।

চাটমোহর থানার ওসি আসাদুজ্জামান মুন্সি এবিসি নিউজ বিডিকে জানান, প্রায় ১৫ বছর আগে ভ্যানচালক সিফাত হোসেন বিয়ে করেন নাছিমা খাতুনকে।

“বিয়ের পর থেকে যৌতুকের দাবি ও তুচ্ছ ঘটনায় সিফাত তার স্ত্রীকে মারপিট করতো।

~এরই জের ধরে বৃহস্পতিবার সন্ধ্যায় নাছিমাকে স্বামী-শাশুড়ী মারপিট করলে তিনি গুরুতর আহত হন।”

চাটমোহর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন বলে জানান ওসি আসাদুজ্জামান।

ওসি বলেন, “লাশ হাসপাতালে ফেলে স্বামী সিফাত ও তার পিতা রব্বেল আলী পালিয়ে যান।”

লাশ উদ্ধার করে থানায় নেয়া হয়েছে।

এ ঘটনায় নিহতের বাবা আরশেদ আলী ৫ জনকে আসামি করে একটি হত্যা মামলা করেছেন।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ