বিশৃঙ্খলা সৃষ্টির জন্য জামায়াত দায়ী

Chandpur mk alomgir মহিউদ্দিন খান আলমগিররিপোর্টার, এবিসি নিউজ বিডি, চাঁদপুরঃ দেশের পোশাক শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য জামায়াতে ইসলামী ও প্রতিক্রিয়াশীল রাজনৈতিক দলগুলোকে দায়ী করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর।

শুক্রবার দুপুরে চাঁদপুরে এক অনুষ্ঠানে তিনি বলেন, “তৈরি পোশাক শিল্প আমাদের দেশের সম্পদ। এই সম্পদ রক্ষণাবেক্ষণ করা জাতীয় দায়িত্ব।

“এক্ষেত্রে জামায়াত এবং প্রতিক্রিয়াশীল রাজনৈতিক দলের লোক দেশে বিশৃঙ্খলা সৃষ্টির অপপ্রয়াস চালাচ্ছে। এদের আমরা শক্ত হাতে দমন করব।”

এরই মধ্যে সরকার বিভিন্ন পদক্ষেপের মাধ্যমে তৈরি পোশাক শিল্পকে পরিপূর্ণভাবে সচল রাখার চেষ্টা করা হচ্ছে বলে দাবি করেন।

কচুয়া উপজেলা পরিষদ মিলনায়তনে কচুয়া সমিতি পরিষদ আয়োজিত বৃক্ষরোপণে উপকারভোগীদের মাঝে চেক বিতরণ শেষে তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো. আমির জাফর, উপজেলা পরিষদ চেয়ারম্যান আইয়ুব আলী পাটওয়ারী, ভাইস চেয়ারম্যান সোহরাব হোসেন সোহাগ, মহিলা ভাইস চেয়ারম্যান কামরুন্নাহার ভূঁইয়া প্রমুখ।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ