আটক বিএনপি নেতাদের ১৭ দিনের রিমান্ড আবেদন
ঢাকা: নয়াপল্টনে বিএনপি কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ ও পুলিশের ওপর হামলার অভিযোগে দুটি মামলায় রুহুল কবির রিজভী, জয়নুল আবদিন ফারুকসহ ১৫৮ আসামিকে মোট ১৭ দিনের রিমান্ডে চেয়েছে পুলিশ। শুনানির জন্য মঙ্গলবার বিকেলে আসামিদের ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে নিয়ে যাওয়া হয়েছে।
পল্টন থানার উপপরিদর্শক জাহাঙ্গীর হোসেন ও মো. আলাউদ্দিন মঙ্গলবার দুপুরে পল্টন থানায় এ দুটি মামলা দায়ের করেন।মামলা দুটির মধ্যে একটি করা হয়েছে দ্রুত বিচার আইনে; অন্যটি বিস্ফোরক আইনে।
দুই মামলাতেই ১৮ দলীয় জোটের ১৫৪ জনের নাম উল্লেখ করে আরো ৪০-৫০ জন অজ্ঞাতপরিচয় নেতাকর্মীকে আসামি করা হয়েছে।
গ্রেফতার হওয়া নেতাদের মধ্যে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকা ও আলতাফ হোসেন চৌধুরীকে ছেড়ে দিয়েছে পুলিশ। সোমবার রাতে দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে তাদের আটক করা হয়।