আটক বিএনপি নেতাদের ১৭ দিনের রিমান্ড আবেদন

পল্টন থানার উপপরিদর্শক জাহাঙ্গীর হোসেন ও মো. আলাউদ্দিন মঙ্গলবার দুপুরে পল্টন থানায় এ দুটি মামলা দায়ের করেন।মামলা দুটির মধ্যে একটি করা হয়েছে দ্রুত বিচার আইনে; অন্যটি বিস্ফোরক আইনে।
দুই মামলাতেই ১৮ দলীয় জোটের ১৫৪ জনের নাম উল্লেখ করে আরো ৪০-৫০ জন অজ্ঞাতপরিচয় নেতাকর্মীকে আসামি করা হয়েছে।
গ্রেফতার হওয়া নেতাদের মধ্যে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকা ও আলতাফ হোসেন চৌধুরীকে ছেড়ে দিয়েছে পুলিশ। সোমবার রাতে দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে তাদের আটক করা হয়।