আদালতে মেসি

messi মেসিস্পোর্টস ডেস্ক, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ ৪০ লাখ ইউরোর বেশি কর ফাকি দেওয়ার অভিযোগে শুক্রবার স্প্যানিশ আদালতের শুনানিতে হাজির হলেন লিওনেল মেসি ও তার বাবা হোর্হে। অভিযোগ ওঠার পর থেকেই তা অস্বীকার করে এসেছেন বার্সেলোনার এই আর্জেন্টাইন তারকা।

গত জুনে পিতা-পুত্রের বিরুদ্ধে বার্সেলোনার নিকটে গাভা আদালতে অভিযোগ আনেন এক স্প্যানিশ আইনজীবী। তার দাবি, মেসি ও হোর্হে ইমেজ সত্ত্ব বিক্রি করে কিছু অর্থ গোপন রেখেছেন। শুরুতে এই শুনানি ১৭ সেপ্টেম্বর হওয়ার কথা থাকলেও তা দশদিন পেছানো হয়।

আর্জেন্টাইন ফরোয়ার্ড ও তার বাবা এই অভিযোগকে প্রত্যাখ্যান করেছেন। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় মেসি বলেন,‘আমি কখনো নিজ হাতে করের ব্যাপারস্যাপার দেখি না, এমনকি আমার বাবাও না। আমাদের আইনজীবী আছে ও সম্পদের দেখাশোনার লোক আছে। তাদের উপর আমাদের বিশ্বাস আছে। তারাই এই ব্যাপারগুলো মোকাবিলা করবে।’

অবশ্য এ মাসের শুরুতে সংশোধনের অংশ হিসেবে স্প্যানিশ কর্তৃপক্ষকে ৫০ লাখ ইউরো জমা দেন মেসি। তবে শুনানি শেষেই জানা যাবে ঝামেলা কতটা পোহাতে হবে চারবারের বর্ষসেরা ফুটবলারকে।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ