বহিষ্কৃত ছাত্রলীগ নেতার জ্বালায় অতিষ্ঠ গৃহকর্ত্রী
রিপোর্টার, এবিসি নিউজ বিডি, যশোরঃ যশোর শহরের খড়কি সার্কিট হাউজপাড়ায় চাঁদা না পেয়ে যে বাড়ির নির্মাণাধীন ভবনের দরজা-জানালা খুলে নেওয়া হয়, সেই বাড়িতে আবারও দলবল নিয়ে হানা দিয়েছেন ছাত্রলীগের বহিষ্কৃত নেতা আহসানুল করিম রহমান।
শুক্রবার দুপুরে ওই বাড়ির ছাত্রাবাস থেকে টিপু নামে এক ছাত্রকে ধরে নিয়ে যান তারা। পরে হুমকি ধমকি দিয়ে সন্ধ্যায় তাকে ছেড়ে দেওয়া হয়।
এ ঘটনায় শুক্রবার রাতে ওই বাড়ির মালিক নুরুল ইসলামের স্ত্রী সালমা ইসলাম যশোর কোতোয়ালি মডেল থানায় অভিযোগ দায়ের করেছেন।
সালমা ইসলাম এবিসি নিউজ বিডিকে জানান, আহসানুল করিম পাঁচ/ছয়জন ক্যাডার নিয়ে দুপুরে তার বাড়িতে হানা দেন।
এসময় তারা বাড়ির ছাত্রাবাসে থাকা এমএম কলেজের ছাত্র টিপুকে ধরে নিয়ে যান। পরে তারা হুমকি ধমকি দিয়ে সন্ধ্যায় তাকে ছেড়ে দেন।
ছেড়ে দেওয়ার সময় আহসানুল করিম ও তার সঙ্গীরা টিপুকে বলেন, তাদের অনুমতি ছাড়া ওই বাড়িতে কেউ থাকতে পারবে না। আর মাস শেষে বাড়ির ভাড়াটাও তাদের কাছে দিতে হবে।
টিপু বিষয়টি গৃহকর্ত্রী সালমাকে জানালে রাতে তিনি যশোর কোতোয়ালি মডেল থানায় অভিযোগ দায়ের করেন।
এর আগে গত ৪ সেপ্টেম্বর এক লাখ টাকা চাঁদার দাবিতে ওই বাড়িতে দলবল নিয়ে হানা দিয়েছিলেন আহসানুল করিম। সেদিন চাঁদা না পেয়ে হামলা ভাঙচুর করে বাড়ির নির্মাণাধীন ভবনের নয়টি জানালা ও ১০টি দরজা খুলে নিয়ে যান তারা।
পরে এ ঘটনায় মামলা হলে ও মিডিয়ায় প্রচার হলে আহসানুল করিমকে আটক করে পুলিশ। ঘটনার পরদিন লুটে নেওয়া দরজা-জানালা উদ্ধার করা হয়।
এরপর ছাত্রলীগের কমিটি থেকে তাকে বহিষ্কার করা হয়। কিন্তু জামিনে মুক্তি পেয়ে শুক্রবার আবারও ওই বাড়িতে হানা দেন তিনি।
যশোর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক এবিসি নিউজ বিডিকে জানান, সালমা থানায় অভিযোগ করেছেন। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।